ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারপোলের সহযোগিতায় নিখোঁজদের দেশে ফেরানো হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, দেশে এখনো অনেক তরুণ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে অনেকে দেশে ও দেশের বাইরে অবস্থান করছে। জঙ্গিবাদে জড়িত কেউ বিদেশে রয়েছে কী না সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়ে নিখোঁজদের দেশে ফিরিয়ে আনা হবে। দেশেই অবস্থান করছে এমন নিখোঁজদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে `স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন` অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিটকে আলাদা করার কাজ অনেক দূর এগিয়েছে। আমরা জঙ্গিবিরোধী অভিযানের মাধ্যমে জঙ্গিদের সক্ষমতা ভেঙে দিয়েছি। এখন বড় ধরনের হামলার সক্ষমতা নেই জঙ্গিদের।

ভারতে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের নেতা আব্দুল্লাহ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, আব্দুল্লাহ ৮ বছর আগে বাংলাদেষ ত্যাগ করে ভারতে যায়। সেখানে সে মাদ্রাসায় ভর্তি হয়েছিল। সেখানে থাকাকালেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।

হলি আর্টিজান হামলার মামলার চার্জশিট দাখিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো ওই মামলার এক আসামি রিমান্ডে রয়েছে। রিমান্ড শেষে আমরা সিদ্ধান্ত নেব কবে চার্জশিট দেয়া যায়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরো বলেন, বিদেশি ডেলিগেট ও অতিথিদের যদি আপনি ইংরেজিতে কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে না পারেন তবে কাঙ্ক্ষিত উত্তর নাও পেতে পারেন। সেকারণে ক্রাইম রিপোর্টারদের পেশাগত কারণেই ইংরেজি ভাষা শেখা জরুরি।

ইংরেজি ভাষার মানুষরাই বিশ্ব শাসন করেছে। জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় ইংরেজি ভাষার মানুষরা উৎকর্ষের শীর্ষে উঠেছে। উচ্চতর শিক্ষায় বাংলা ভাষার বই কম। সেক্ষেত্রে ইংরেজি ভাষার বই আমাদের পড়বে হয়। ইংরেজি ভালো না জানলে ভালো বোঝা সম্ভব নয়।

তিনি বলেন, অপরাধ এখন ট্রান্সন্যাশনাল হয়ে গেছে। একই অপরাধ এখন দেশে বিদেশে হচ্ছে। বিদেশে থেকেও দেশে অপরাধ করছে। এসব ক্ষেত্রে রিপোর্টারদের রিপোর্ট করতে হলে ইংরেজি ভাষা জানা ও বলা শিখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, ডিআরইউর সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, বিডি ইয়াংস্টার্জ এর চেয়ারম্যান সাব্বির রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইন্টারপোলের সহযোগিতায় নিখোঁজদের দেশে ফেরানো হবে

আপডেট টাইম : ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, দেশে এখনো অনেক তরুণ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে অনেকে দেশে ও দেশের বাইরে অবস্থান করছে। জঙ্গিবাদে জড়িত কেউ বিদেশে রয়েছে কী না সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়ে নিখোঁজদের দেশে ফিরিয়ে আনা হবে। দেশেই অবস্থান করছে এমন নিখোঁজদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে `স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন` অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিটকে আলাদা করার কাজ অনেক দূর এগিয়েছে। আমরা জঙ্গিবিরোধী অভিযানের মাধ্যমে জঙ্গিদের সক্ষমতা ভেঙে দিয়েছি। এখন বড় ধরনের হামলার সক্ষমতা নেই জঙ্গিদের।

ভারতে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের নেতা আব্দুল্লাহ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, আব্দুল্লাহ ৮ বছর আগে বাংলাদেষ ত্যাগ করে ভারতে যায়। সেখানে সে মাদ্রাসায় ভর্তি হয়েছিল। সেখানে থাকাকালেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।

হলি আর্টিজান হামলার মামলার চার্জশিট দাখিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো ওই মামলার এক আসামি রিমান্ডে রয়েছে। রিমান্ড শেষে আমরা সিদ্ধান্ত নেব কবে চার্জশিট দেয়া যায়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরো বলেন, বিদেশি ডেলিগেট ও অতিথিদের যদি আপনি ইংরেজিতে কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে না পারেন তবে কাঙ্ক্ষিত উত্তর নাও পেতে পারেন। সেকারণে ক্রাইম রিপোর্টারদের পেশাগত কারণেই ইংরেজি ভাষা শেখা জরুরি।

ইংরেজি ভাষার মানুষরাই বিশ্ব শাসন করেছে। জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় ইংরেজি ভাষার মানুষরা উৎকর্ষের শীর্ষে উঠেছে। উচ্চতর শিক্ষায় বাংলা ভাষার বই কম। সেক্ষেত্রে ইংরেজি ভাষার বই আমাদের পড়বে হয়। ইংরেজি ভালো না জানলে ভালো বোঝা সম্ভব নয়।

তিনি বলেন, অপরাধ এখন ট্রান্সন্যাশনাল হয়ে গেছে। একই অপরাধ এখন দেশে বিদেশে হচ্ছে। বিদেশে থেকেও দেশে অপরাধ করছে। এসব ক্ষেত্রে রিপোর্টারদের রিপোর্ট করতে হলে ইংরেজি ভাষা জানা ও বলা শিখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, ডিআরইউর সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, বিডি ইয়াংস্টার্জ এর চেয়ারম্যান সাব্বির রহমান।