ঢাকা , বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাহীনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করুন

বাঙালী কণ্ঠ নিউজঃ সিলেটের জালালাবাদে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফকে কুপিয়ে আহত করা শিবির নেতাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি নির্দেশ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা শাহীন আহমদকে দেখতে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এসময় তাদের সঙ্গে ছিলেন। তারা আহত ছাত্রলীগ নেতার শয্যা পাশে দীর্ঘ সময় ছিলেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

তারা বলেন, ‘এ ঘটনায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহীনের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ নিতে বলেছেন।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে।আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ছাত্রলীগ নেতাদের প্রতি এমন বিভর্ষ নারকীয় তান্ডব কোনভাবেই মেনে নেওয়া হবে না।যেখানেই জামায়াত-শিবির সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে।’

ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি হামলাকারী শিবির কর্মীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়ে বলেন, ‘ছাত্রলীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ছাত্রলীগ এখন পর‌্যন্ত আইন হাতে তুলে নেয়নি। কিন্তু ঘটনার অনেক সময় পেরিয়ে গেলেও হামলাকারী শিবির নেতাকর্মীরা গ্রেফতার হয়নি। এটা দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করুন। আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করুন।’

তিনি বলেন, ‘আহত ছাত্রলীগ কর্মীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী খুবই ব্যথিত।’

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে যেখানেই ছাত্র শিবির পাওয়া যাবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে। এই চক্র দেশের স্বাধীনতা বিশ্বাস করে না। তাদের বাঙলার মাটিতে রাজনীতি করার অধিকার নাই। একই সঙ্গে সরকারের কাছে আহ্বান জানাবো-দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘এর মধ্যে গ্রেফতারে না হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জামায়াত-শিবিরকে সমুচিত জবাব দেবে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জানে কীভাবে জবাব দিতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শাহীনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করুন

আপডেট টাইম : ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ সিলেটের জালালাবাদে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফকে কুপিয়ে আহত করা শিবির নেতাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি নির্দেশ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা শাহীন আহমদকে দেখতে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এসময় তাদের সঙ্গে ছিলেন। তারা আহত ছাত্রলীগ নেতার শয্যা পাশে দীর্ঘ সময় ছিলেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

তারা বলেন, ‘এ ঘটনায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহীনের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ নিতে বলেছেন।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে।আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ছাত্রলীগ নেতাদের প্রতি এমন বিভর্ষ নারকীয় তান্ডব কোনভাবেই মেনে নেওয়া হবে না।যেখানেই জামায়াত-শিবির সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে।’

ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি হামলাকারী শিবির কর্মীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়ে বলেন, ‘ছাত্রলীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ছাত্রলীগ এখন পর‌্যন্ত আইন হাতে তুলে নেয়নি। কিন্তু ঘটনার অনেক সময় পেরিয়ে গেলেও হামলাকারী শিবির নেতাকর্মীরা গ্রেফতার হয়নি। এটা দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করুন। আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করুন।’

তিনি বলেন, ‘আহত ছাত্রলীগ কর্মীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী খুবই ব্যথিত।’

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে যেখানেই ছাত্র শিবির পাওয়া যাবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে। এই চক্র দেশের স্বাধীনতা বিশ্বাস করে না। তাদের বাঙলার মাটিতে রাজনীতি করার অধিকার নাই। একই সঙ্গে সরকারের কাছে আহ্বান জানাবো-দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘এর মধ্যে গ্রেফতারে না হলে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জামায়াত-শিবিরকে সমুচিত জবাব দেবে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জানে কীভাবে জবাব দিতে হয়।