ঢাকা , মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সংস্করণের আইফোনে যা থাকছে

বাঙালী কণ্ঠ নিউজঃ মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের অন্যতম জনপ্রিয় পণ্য আইফোনের ১০ বছরপূর্তি স্মরণীয় করে রাখতেই নতুন মডেলের ফোনটির নামকরণ করা হয়েছে ‘আইফোন এক্স’। কেননা রোমান সংখ্যায় ‘এক্স’ মানে ১০।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে মঙ্গলবার অ্যাপলের সদর দফতরে স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোনের নতুন মডেলটির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
আইফোন ৮ ও ৮ প্লাসের উন্মোচনের ঘোষণা দেয়ার পরও সবার নজর অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের দিকে। নতুন কোনো চমক দেখার জন্যই হয়তো এ অপেক্ষা। কারণ অনেকেরই যে আইফোন ৮ ও ৮ প্লাসের ডিজাইন ঠিক মনঃপূত হয়নি! টিম কুক কিছুটা রহস্যময় হাসি দিয়ে জানিয়ে দিলেন আরও একটি চমক দেখানো বাকি আছে। আর সেটি হলো আইফোন ‘এক্স’ বা আইফোন ১০।
টিম কুক জানান, নতুন ডিভাইসটিতে রয়েছে ৫.৮ ইঞ্চি এইজ টু এইজ সুপার রেটিনা ডিসপ্লে, যার রেজুলেশন হলো ২৪৩৬ী১১২৫ পিক্সেল, যা ৪৫৮ পিপিআই সমৃদ্ধ। এটিই অ্যাপলের সবচেয়ে বেশি পিপিআই সমৃদ্ধ আইফোন। প্রায় বেজলহীন ডিসপ্লের এ ফোনে নেই অ্যাপলের চিরচেনা হোম বাটন। স্ক্রিনে ট্যাপ করলেই ডিভাইসটি চালু হবে আর হোম স্ক্রিনে যেতে স্ক্রিনের ওপরের দিকে সোয়াইপ করতে হবে। নিরাপত্তার জন্য নতুন রূপে এসেছে ফেইস রিকগনিশন সুবিধা। অ্যাপল এ প্রযুক্তির নাম দিয়েছে ফেসআইডি। ফলে কষ্ট করে পাসওয়ার্ড না দিয়ে চেহারা ফোনের সামনে ধরলেই ডিভাইসটি আনলক হয়ে যাবে। এতে রয়েছে ছয় কোরের এ১১ বায়োনিক প্রসেসর, যা আগের এ১০ প্রসেসর থেকে ৭০ শতাংশ বেশি শক্তিশালী। ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। সেখানে আইফোন ৭ থেকে উন্নত সেন্সর ব্যবহার করা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য এতে রয়েছে এফ/১.৮ ও এফ/২.৪ অ্যাপারচার। ইন্টারনাল মেমোরির ওপর নির্ভর করে ডিভাইসটি ৬৪ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইটের দুইটি সংস্করণে পাওয়া যাবে। ফোনটির মূল্য শুরু হয়েছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। ২৭ অক্টোবর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং গ্রাহকরা ডিভাইসটি হাতে পাবেন ৩ নভেম্বর। সূত্র : গার্ডিয়ান

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নতুন সংস্করণের আইফোনে যা থাকছে

আপডেট টাইম : ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের অন্যতম জনপ্রিয় পণ্য আইফোনের ১০ বছরপূর্তি স্মরণীয় করে রাখতেই নতুন মডেলের ফোনটির নামকরণ করা হয়েছে ‘আইফোন এক্স’। কেননা রোমান সংখ্যায় ‘এক্স’ মানে ১০।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে মঙ্গলবার অ্যাপলের সদর দফতরে স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোনের নতুন মডেলটির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
আইফোন ৮ ও ৮ প্লাসের উন্মোচনের ঘোষণা দেয়ার পরও সবার নজর অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের দিকে। নতুন কোনো চমক দেখার জন্যই হয়তো এ অপেক্ষা। কারণ অনেকেরই যে আইফোন ৮ ও ৮ প্লাসের ডিজাইন ঠিক মনঃপূত হয়নি! টিম কুক কিছুটা রহস্যময় হাসি দিয়ে জানিয়ে দিলেন আরও একটি চমক দেখানো বাকি আছে। আর সেটি হলো আইফোন ‘এক্স’ বা আইফোন ১০।
টিম কুক জানান, নতুন ডিভাইসটিতে রয়েছে ৫.৮ ইঞ্চি এইজ টু এইজ সুপার রেটিনা ডিসপ্লে, যার রেজুলেশন হলো ২৪৩৬ী১১২৫ পিক্সেল, যা ৪৫৮ পিপিআই সমৃদ্ধ। এটিই অ্যাপলের সবচেয়ে বেশি পিপিআই সমৃদ্ধ আইফোন। প্রায় বেজলহীন ডিসপ্লের এ ফোনে নেই অ্যাপলের চিরচেনা হোম বাটন। স্ক্রিনে ট্যাপ করলেই ডিভাইসটি চালু হবে আর হোম স্ক্রিনে যেতে স্ক্রিনের ওপরের দিকে সোয়াইপ করতে হবে। নিরাপত্তার জন্য নতুন রূপে এসেছে ফেইস রিকগনিশন সুবিধা। অ্যাপল এ প্রযুক্তির নাম দিয়েছে ফেসআইডি। ফলে কষ্ট করে পাসওয়ার্ড না দিয়ে চেহারা ফোনের সামনে ধরলেই ডিভাইসটি আনলক হয়ে যাবে। এতে রয়েছে ছয় কোরের এ১১ বায়োনিক প্রসেসর, যা আগের এ১০ প্রসেসর থেকে ৭০ শতাংশ বেশি শক্তিশালী। ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। সেখানে আইফোন ৭ থেকে উন্নত সেন্সর ব্যবহার করা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য এতে রয়েছে এফ/১.৮ ও এফ/২.৪ অ্যাপারচার। ইন্টারনাল মেমোরির ওপর নির্ভর করে ডিভাইসটি ৬৪ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইটের দুইটি সংস্করণে পাওয়া যাবে। ফোনটির মূল্য শুরু হয়েছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। ২৭ অক্টোবর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং গ্রাহকরা ডিভাইসটি হাতে পাবেন ৩ নভেম্বর। সূত্র : গার্ডিয়ান