বাঙালী কণ্ঠ নিউজঃ তিন বছর পর সাদা পোশাকে ফিরলেও ফেরাটা ফেরার মতো হয়নি মশরাফি বিন মোর্তুজার। ১৯তম জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে খুলনার হয়ে শুক্রবার মাঠে নামেন মাশরাফি। তবে অধিনায়ক হিসেবে নয়, পেসার হিসেবে। খুলনার অধিনায়ক স্পিনার আব্দুর রাজ্জাক রাজ।
শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে বড় ইনিংস গড়তে যাচ্ছে রংপুর। ধীমান ঘোষের ১০৫ ও নাঈম ইসলামের অপরাজিত ১২০ রানের দারুণ ইনিংসে ভর করে ৬ উইকেটে ৩২৫ রান করেছে রংপুর।
ভালো করতে পারেনি মাশরাফি।পেসার আল আমিন হোসেন ৫০ রানে ৩ উইকেট পেলেও উইকেটের মুখ দেখেননি মাশরাফি।১৩ ওভারে ৫৬ রান দেন তিনি। স্পিনার আব্দুর রাজ্জাক রাজ পেয়েছেন তিন উইকেট।
ইনজুরি প্রবণতার কারণে দীর্ঘদিন লঙ্গার ভার্সন ক্রিকেট থেকে নিজেকে বাইরে রাখেন মাশরাফি। মনে করা হয়েছিল, সাদা পোশাকে আর দেখাই যাবে না তাকে। তবে সবাইকে চমকে দিয়ে এবছর লঙ্গার ভার্সন ক্রিকেটে ফেরার ঘোষণা দেন মাশরাফি।