বাঙালী কণ্ঠ নিউজঃ দুর্গোৎসবটা বছরে একবারই আসে। আর এই সর্বজনীন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজার শুরু থেকে বিজয়া দশমীর বিসর্জন পর্যন্ত ছোটমণিদের রকমারি খেলনা শো-পিচ তৈরি করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিলি সীমান্ত এলাকার পালপাড়ার শিল্পীরা।
সৃষ্টশীল দুর্গা প্রতিমা তৈরির কাজ শেষ হলেও রংতুলি আর সাজসজ্জার কাজ এখনো বাকি। তবে পূজার আনন্দের সঙ্গে নিজেদের পুঁজি গড়তে শিল্পীরা ইতোমধ্যে মাটি দিয়ে নানা ধরনের খেলনা পুতুল, ঘরের সাজসহ আরো কত না কি বানাতে শুরু করেছে।
খেলনাগুলোর মধ্যে রয়েছে ফুলদানি, আপেল, কামরাঙ্গা, পেয়ারা, টিয়া, ময়না, বাঘ, ভাল্লুক, হরিণ, ঘোড়া ছাড়াও অনেক সুন্দর সুন্দর খেলনা। আর এবারে পূজার মেলায় বিক্রিও হবে এসব।
বছরের একটা লাভজনক সময়ে রোজগার করে নিতে সংসারের গৃহিণীরাও পর্যন্ত বসে নেই। বসে নেই তাদের ঘরের শিক্ষার্থীরাও। এমন চিন্তা মাথায় নিয়ে কাজে পুরো মেতেছেন শিল্পীরা।