বাঙালী কণ্ঠ নিউজঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মিলের ৪র্থ তলায় আগুন লাগে। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন ফ্লোরে বেশকিছু শ্রমিক আটকে পড়েন।এসময় ৫ জন পুরুষসহ ১ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শওকত আলী জোয়ার্দার জানান, চারতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ওপরে নারী শ্রমিকসহ চারজন আটকা পড়েছিলেন।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরো জানান, মুন্সিগঞ্জ ২টি ইউনিট ও নারায়ণগঞ্জের ১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪ তলাসহ বিভিন্ন ফ্লোর মিলিয়ে ৬ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।