বাঙালী কণ্ঠ নিউজঃ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের অন্যতম সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস২৪.কম সম্পাদক আরিফুর রহমান দোলন।
আরিফুর রহমান দোলন জানান, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা স্বাক্ষরিত চিঠিতে সোমবার তাকে একথা জানানো হয়েছে।
সংগঠনের চিঠিতে বলা হয়, কৃষক লীগের সাংগঠনিক কার্যকক্রম বৃদ্ধির লক্ষ্যে সহ-সভাপতি চাষি এম এ করিমের স্থলে আরিফুর রহমান দোলনকে মনোনয়ন প্রদান করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ প্রত্যয় নিয়ে কৃষক রত্ন শেখ হাসিনার ‘ভিশন- ২০২১’ বাস্তবায়নে একজন সক্রিয় সংগঠক হিসেবে আপনার মেধা, মনন, সার্বিক কর্মকাণ্ড ও সহযোগিতা কৃষক লীগকে সমৃদ্ধ করবে।
জানতে চাইলে আরিফুর রহমান দোলন বলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগঠনকে শক্তিশালী করতে সবার সহযোগিতা ও দোয়া চাই।
স্কুলজীবনেই ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে নাম লেখান আরিফুর রহমান দোলন। ১৯৮৮ সালে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা থানা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হন। উচ্চশিক্ষার জন্য কলকাতায় অবস্থানকালে পশ্চিমবঙ্গে অধ্যয়নরত ছাত্রলীগের আদর্শের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রলীগ পশ্চিমবঙ্গের (ভারত) যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’এর চেয়ারম্যান এবং অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস’ও জাতীয় সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন।