বাঙালী কণ্ঠ নিউজঃ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি রোহিঙ্গা সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জীবন বাচাঁতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে অবশ্যই নিরাপদে ও মর্যাদার সাথে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে হবে।
ডা. দীপু মনি আজ মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে সংস্থার রাজনৈতিক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান, সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেন এবং বাংলাদেশ স্থায়ী মিশনে জেনেভা ভিত্তিক মানবাধিকার কাউন্সিলের মিয়ানমার বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার প্রফেসর ইয়াং হী লী’র সাথে বৈঠককালে ডা: দীপু মনি এ কথা বলেন।
নিউইয়র্ক থেকে আজ ঢাকায় পাঠানো জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।