সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি। নতুন কোনো ফ্যাসিস্ট যেন তৈরি হতে না পারে, ঐক্যের দেয়ালে যেন ফাটল ধরাতে না পারে, এমনকিছু করার প্রচেষ্টা থাকবে আমাদের।’
আজ শনিবার দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত তারুণ্যের নীতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুকী বলেন, ‘১০০ বছর পরেও যেন ‘জুলাই অভ্যুত্থান’ মানুষের স্মরণে থাকে, তেমন কাজ হাতে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ১ লক্ষ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ।
তিনি বলেন, ‘শুধু বাঙ্গালি সংস্কৃতির বিকাশ নয়; বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়।’
সম্মেলনে আলোচকরা বলেন, গত ১৫ বছরে বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। প্রবৃদ্ধির গল্পকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পরামর্শ দেওয়া হয়।