ঢাকা , মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শক্তিশালী ওয়াইফাই রাউটার

বাঙালী কণ্ঠ নিউজঃ প্যারেন্টাল কন্ট্রোল ও এমইউ মিমোসহ ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ১৩০০ এমবিপিএস  রাউটার নিয়ে এলো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড আসুস।

নতুন এই রাউটার দিয়েএখন চাইলেই আপনি ইন্টারনেট এক্টিভিটিস  ফিল্টার করতে পারবেন। এই রাউটারের রয়েছে ইউএসবি  ২.০ এর থেকে ১০ গুণ বেশি দ্রুত ইউএসবি ৩.০ পোর্ট।এতে আরো রয়েছে পাওয়ারফুল কোয়াড কোর এ৭ প্রোসেসর ও হাই নেটওয়ার্ক  স্পিড। ৪ টি এক্সটার্নাল অ্যান্টেনারসঙ্গে ১২৮ এমবি ফ্ল্যাশ ও ২৫৬ এমবি র‌্যামও রয়েছে।

এছাড়াও এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে থ্রিজি/ ফোরজি ডাটা শেয়ারিং , প্রিন্টার সার্ভার, অপারেটিং মুড, রেঞ্জ এক্সটেন্ডার মুড, ওয়্যারলেস রাউটার মুড,  অ্যাক্সেস পয়েন্ট মুড, মিডিয়া ব্রিজ মুড , ভিপিএন ও আইপি/ম্যাক/পোর্ট ফিল্টারিং। এতসব ফিচারসহ রাউটারটি কিনতে খরচ পরবে মাত্র ৯,০০০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শক্তিশালী ওয়াইফাই রাউটার

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ প্যারেন্টাল কন্ট্রোল ও এমইউ মিমোসহ ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ১৩০০ এমবিপিএস  রাউটার নিয়ে এলো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড আসুস।

নতুন এই রাউটার দিয়েএখন চাইলেই আপনি ইন্টারনেট এক্টিভিটিস  ফিল্টার করতে পারবেন। এই রাউটারের রয়েছে ইউএসবি  ২.০ এর থেকে ১০ গুণ বেশি দ্রুত ইউএসবি ৩.০ পোর্ট।এতে আরো রয়েছে পাওয়ারফুল কোয়াড কোর এ৭ প্রোসেসর ও হাই নেটওয়ার্ক  স্পিড। ৪ টি এক্সটার্নাল অ্যান্টেনারসঙ্গে ১২৮ এমবি ফ্ল্যাশ ও ২৫৬ এমবি র‌্যামও রয়েছে।

এছাড়াও এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে থ্রিজি/ ফোরজি ডাটা শেয়ারিং , প্রিন্টার সার্ভার, অপারেটিং মুড, রেঞ্জ এক্সটেন্ডার মুড, ওয়্যারলেস রাউটার মুড,  অ্যাক্সেস পয়েন্ট মুড, মিডিয়া ব্রিজ মুড , ভিপিএন ও আইপি/ম্যাক/পোর্ট ফিল্টারিং। এতসব ফিচারসহ রাউটারটি কিনতে খরচ পরবে মাত্র ৯,০০০ টাকা।