বাঙালী কণ্ঠ নিউজঃ প্রাক্তন বিশ্ব সুন্দরী ও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্বজুড়েই রয়েছে তার পরিচিতি। আজও তার সৌন্দর্য নিয়ে চর্চা হয় বিভিন্ন মহলে। বয়স ৪৩ হলেও এখনও যেনো তার সৌন্দর্যে ন্যূনতম ভাটা পড়েনি। দিন দিন তিনি যেনো আরও আকর্ষণীয় হয়ে উঠছেন। কিন্তু কি তা রূপের রহস্য?সম্প্রতি ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিররে দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, ঐশ্বরিয়ার রূপ ও স্লিম গঠনের পেছনে রয়েছে বিশেষ আয়ুর্বেদিক তেলের অবদান। তারুণ্য ধরে রাখার জন্য ভারতের কেরালায় তৈরি এক ধরনের তেল নিয়মিত ব্যবহার করেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী। শুধু তেল নয়, কেরালা থেকে নানা রকম আয়ুর্বেদিক প্রসাধনীও আসে এই তারকার জন্য।
এ বিষয়ে ঐশ্বরিয়ার একটি ঘনিষ্ঠসূত্র জানায়, অন্তঃসত্ত্বা হওয়ার পর ঐশ্বরিয়া যখন কিছুটা মুটিয়ে গিয়েছিলেন, তখনও ভরসা রেখেছিলেন এই তেলের ওপর। কিন্তু তার রূপের রহস্য কেউ এখনও পুরোপুরি ফাঁস করতে পারেনি।
ওই সূত্র আরও জানান, ত্বক সতেজ রাখতে প্রচুর পানি পান করেন অ্যাশ। টাটকা ফল আর সবজি তার খাবারের তালিকায় থাকে প্রথমে। ভাজা আর প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকেন তিনি। সৌন্দর্য ধরে রাখতে মুখে বেসন, মধু ও হলুদের প্যাক ব্যবহার করেন ঐশ্বরিয়া।