পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শনিবার খোলা থাকছে সরকারি অফিস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ঈদের ছুটির সঙ্গে গত ৪ জুলাইও ছুটি পায় সরকারি চাকরিজীবীরা। ওই সময় সিদ্ধান্ত হয়, সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার সরকারি অফিস খোলা রাখা হবে। এরপর গত বুধবার এক তথ্যবিবরণীতে শনিবার কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকার বিষয়টি ফের জানানো হয়।
উল্লেখ্য, এবার ঈদুল ফিতরের ছুটি ৫, ৬ ও ৭ জুলাই নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবেকদরের ছুটি। এর মধ্যে ঈদের আগে শুধুমাত্র ৪ জুলাই অফিস খোলা ছিল। এমতাবস্থায় প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ছুটি ঘোষণা করেন। ফলে ঈদে ১ জুলাই থেকে টানা ৯ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।