ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খবরের শিরোনামে আবার মক্ষিরানি শ্বেতার ঘনিষ্ঠ মুহূর্ত

খবরের শিরোনামে শ্বেতা বসু। না কোনও কেচ্ছা নয়। তবে! রসায়ন। প্রেমে পড়েছেন মাক্ষড়ী সুন্দরী শ্বেতা বাসু। নায়িকার প্রেমের ঘনিষ্ঠ মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ার মুখরোচক বিষয়।

 

দেহ ব্যবসার অভিযোগ ওঠায় ভেঙে পরেছিলেন তিনি। কারও সঙ্গে কথা বলা তো দূরের কথা, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন তিনি । 33কিন্তু এখন, মনে হচ্ছে স্বাভাবিক হতে শুরু করেছেন মাক্ষড়ী সুন্দরী শ্বেতা বাসু। ফিরছেন নিজ ফর্মে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শ্বেতা। তবে একা নয়, সঙ্গে রয়েছে বয়ফ্রেন্ড রোহিত মিত্তলও।

 

পরিচালক রোহিত মিত্তলের সঙ্গে প্রেম করছেন নায়িকা। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত।

 

গত বছর হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি পাঁচতারা হোটেলে, দেহ ব্যবসার অভিযোগে ধরা পড়েন ‘ইকবাল’-এর সেই মেয়েটি। তবে আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন এই নায়িকা।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

খবরের শিরোনামে আবার মক্ষিরানি শ্বেতার ঘনিষ্ঠ মুহূর্ত

আপডেট টাইম : ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০১৬
খবরের শিরোনামে শ্বেতা বসু। না কোনও কেচ্ছা নয়। তবে! রসায়ন। প্রেমে পড়েছেন মাক্ষড়ী সুন্দরী শ্বেতা বাসু। নায়িকার প্রেমের ঘনিষ্ঠ মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ার মুখরোচক বিষয়।

 

দেহ ব্যবসার অভিযোগ ওঠায় ভেঙে পরেছিলেন তিনি। কারও সঙ্গে কথা বলা তো দূরের কথা, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন তিনি । 33কিন্তু এখন, মনে হচ্ছে স্বাভাবিক হতে শুরু করেছেন মাক্ষড়ী সুন্দরী শ্বেতা বাসু। ফিরছেন নিজ ফর্মে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শ্বেতা। তবে একা নয়, সঙ্গে রয়েছে বয়ফ্রেন্ড রোহিত মিত্তলও।

 

পরিচালক রোহিত মিত্তলের সঙ্গে প্রেম করছেন নায়িকা। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত।

 

গত বছর হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি পাঁচতারা হোটেলে, দেহ ব্যবসার অভিযোগে ধরা পড়েন ‘ইকবাল’-এর সেই মেয়েটি। তবে আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন এই নায়িকা।