বাঙালী কণ্ঠ নিউজঃ খুলনায় আরেক দফা পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দেশি পেঁয়াজ ও ভারতীয় পেঁয়াজের দাম ১০ টাকা বেড়েছে। একই সঙ্গে কাঁচামরিচের দামও কেজিপ্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। তবে শাক-সবজির দাম স্থিতিশীল রয়েছে।
এম রহমান নামের এক ক্রেতা বলেন, রান্নার ক্ষেত্রে অন্যতম দুটি উপকরণ হলো পেঁয়াজ ও কাঁচামরিচ। এ দুইটি ছাড়া রান্নার কথা ভাবা যায় না। সুযোগ পেলেই এ দুটির দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এমনকি চলমান মৌসুমেও সরবরাহ ঘাটতিসহ নানা অজুহাতে আবারও দাম বাড়িয়েছেন।
তিনি জানান, গত সপ্তাহে যে পেঁয়াজ ৭০ টাকা কেজি ও কাঁচা মরিচ ৯০ টাকায় কিনেছেন এ সপ্তাহে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা ও কাঁচা মরিচ ১২০ টাকায়।
ক্রেতা সামছুল আলম বলেন, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। চালের দামও বাড়তি। এভাবে চললে সাধারণ মানুষ যাবে।
জাফর শেখ নামের এক ক্রেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বাড়ছে। কাঁচা মরিচের দাম কমেনি। এর মধ্যে বেড়েছে পেঁয়াজের দাম।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার কারণে দেশি পেঁয়াজের দামও বেড়েছে। তবে কেউ কেউ বলছেন, বন্যা ও অতি বৃষ্টির কারণে এবার দেশি পেঁয়াজের ফলন কম হয়েছে। যার কারণে দাম বেশি।
কাঁচামরিচ বিক্রেতা রিপন জানান, পাইকারী কাঁচাবাজারে দেশি মরিচের চরম সংকট চলছে। আর এ কারণেই কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আসছে না।
তিনি জানান, কাঁচামরিচ এ সপ্তাহে প্রতি কেজি ১০০ টাকা দরে পাইকারীতে কিনেছেন। বিক্রি করছেন ১২০ টাকায়। গত সপ্তাহে ছিল ৮০ টাকা কেজি।
পেঁয়াজ বিক্রেতা ইসমাঈল বলেন, পাইকারী বাজারে পেঁয়াজের সংকট সৃষ্টি হয়েছে। আমদানি কম থাকায় দাম বেড়ে গেছে।