বেক্সিমকো বন্ধ করার জন্য নয়, সচল রাখতে প্রতিষ্ঠানটিতে রিসিভার (প্রশাসক) নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যাংকিং খাতকে ঠিক করতে ২ থেকে ৩ বছর সময় লাগবে।’
গভর্নর আরও বলেন, ‘বেক্সিমকোতে রিসিভার দেওয়া মানে প্রতিষ্ঠান বন্ধ করা নয়। এটিকে সচল রাখতে রিসিভার দেওয়া হয়েছে। তারা যেনো বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে নিতে পারে। এ সব প্রতিষ্ঠান যেনো বন্ধ না হয় সে ব্যাপারে সরকার সচেষ্ট।’