ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষ চালকদের বদলে গোলাপি অটো চালাবেন কেবল নারীরা

বাঙালী কণ্ঠ নিউজঃ দিল্লি, সুরাত, মুম্বই, ঝাড়খণ্ড, ওডিশাতে চলেছিল আগেই। গেল গত বুধবার থেকে গোলাপি অটোর চাকা ঘুরছে আসামেও। আসমের বঙ্গাইগাঁওয়ে চালু হচ্ছে গোলাপি অটো।

রঙে যেমন এই অটোর আলাদা একটা বিশেষত্ব আছে, তেমনি এর বিশেষত্ব আছে চালক এবং যাত্রীতেও। পুরুষ চালকদের বদলে গোলাপি অটো চালাবেন কেবল নারীরাই। আর এতে উঠতেও পারবেন কেবল নারী ও শিশুরাই।

শুরুতে ১৩টি দিয়ে আসামে যাত্রা শুরু করল গোলাপি অটো। কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে এর চালকদের। সপ্তাহে প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব অটো। চালকদের জন্য থাকছে হেল্পলাইনও।

ওই হেল্পলাইনে বিপদে-আপদে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তারা। আসামের পথে গোলাপি অটোর হ্যান্ডল ধরেই এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পুরুষ চালকদের বদলে গোলাপি অটো চালাবেন কেবল নারীরা

আপডেট টাইম : ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ দিল্লি, সুরাত, মুম্বই, ঝাড়খণ্ড, ওডিশাতে চলেছিল আগেই। গেল গত বুধবার থেকে গোলাপি অটোর চাকা ঘুরছে আসামেও। আসমের বঙ্গাইগাঁওয়ে চালু হচ্ছে গোলাপি অটো।

রঙে যেমন এই অটোর আলাদা একটা বিশেষত্ব আছে, তেমনি এর বিশেষত্ব আছে চালক এবং যাত্রীতেও। পুরুষ চালকদের বদলে গোলাপি অটো চালাবেন কেবল নারীরাই। আর এতে উঠতেও পারবেন কেবল নারী ও শিশুরাই।

শুরুতে ১৩টি দিয়ে আসামে যাত্রা শুরু করল গোলাপি অটো। কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে এর চালকদের। সপ্তাহে প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব অটো। চালকদের জন্য থাকছে হেল্পলাইনও।

ওই হেল্পলাইনে বিপদে-আপদে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তারা। আসামের পথে গোলাপি অটোর হ্যান্ডল ধরেই এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন অনেকেই।