বাঙালী কণ্ঠ নিউজঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমেছে। এতে ছয় দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রকারভেদে ৬ থেকে ৭ টাকা। এর আগে প্রতিকেজি পেঁয়াজ পাইকারি প্রকারভেদে ৪২ থেকে ৪৪ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৪৯ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পূর্বে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১০ থেকে ১২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।
হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে ৪৯ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ছয় দিন আগে ৪২ থেকে ৪৪ টাকা দরে বিক্রি হয়েছিল। আর বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫৫ টাকা কেজি দরে, ছয় দিন আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ভারতের বাজারে দেশীয় বাজারের তুলনায় পেঁয়াজের দাম কিছুটা বেশি হওয়ায় বন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে। এতে করে আগে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১০-১২ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে করে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কিছুটা কমার ফলে পেঁয়াজের দাম বাড়তির দিকে রয়েছে।
পেঁয়াজের আমদানি বাড়লে দেশের বাজারে পণ্যটির সরবরাহ যেমন বাড়বে তেমনি বাজারে পেঁয়াজের দাম কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।