দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমার কাছে জামানত হারাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
২৯ জুলাই শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে এক যুব সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
এ সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাকে পরাস্ত করতে খালেদা-তারেকের প্রয়োজন হবে না। তারেক রহমানের কন্যা জাইমাই যথেষ্ট।
তিনি বলেন, দেশ ভারত-বাংলাদেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায় চলছে। বর্তমান সরকারের সব আয়োজনই প্রতিবেশি রাষ্ট্রের ভুড়িভোজের জন্য।
বিএনপির এ নেতা বলেন, সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। কারণ এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, ভিনদেশিদের দ্বারা নির্বাচিত।
সমাবেশে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।