বাঙালী কণ্ঠ নিউজঃ পণ্য বাজারজাত করণের আগে যে কাজটি সবচাইতে গুরুত্বপূর্ণ তা হল বিএসটিআই-এর অনুমোদন। আপনার পণ্যটি গুণগত মানসম্পন্ন বা ভোক্তার জন্য উপযোগী কিনা এর লাইসেন্স দেয় বিএসটিআই।
বাধ্যতামূলক পণ্য অথবা স্বেচ্ছাপ্রণোদিত পণ্য উভয় ক্ষেত্রে একজন উৎপাদনকারী, মোড়কজাতকারী অথবা আমদানিকারক বাজারজাত করার উদ্দেশ্যে তাদের পণ্যের অনুকূলে বিএসটিআই সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স গ্রহণের জন্য নির্ধারিত দরখাস্ত ফরম যথাযাথভাবে পূরণ করে বিএসটিআই প্রধান কার্যালয়ের এবং আঞ্চলিক অফিসের ‘‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’’ এ প্রয়োজনীয় কাগজপত্র এবং দরখাস্ত ফি সহ জমা প্রদান করতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে হবেঃ
ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি,
ট্রেড মার্ক রেজিস্ট্রেশনের কপি,
টিন সনদের সত্যায়িত কপি,
পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা,
পন্যের মোড়ক,
ইত্যাদি কাগজপত্র দিতে হয়।
দরখাস্ত জমা প্রদানের পর যাচাই পূর্বক অল্প কিছুদিনের মধ্যে কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন স্তর, কারখানায় বিদ্যমান পরীক্ষণ ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা, পণ্য সংরক্ষণ ব্যবস্থাদি এবং পরীক্ষণ কাজে নিয়োজিত ব্যাক্তিদের তথ্যাদি সংগ্রহ করা হয়। এ সময় বিএসটিআই পরিদর্শক প্রতিষ্ঠান থেকে পন্যের নমুনা সংগ্রহ করেন এবং নমুনা পন্য সিল করে দেয়।
পরবর্তিতে আপনাকে উক্ত সিলকৃত নমুনা BSTI অফিসে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে এবং সিলকৃত নমুনা জমা দিয়ে আসতে হবে।
সিলকৃত নমুনা পরে ল্যাবরেটরি পরীক্ষা করা হবে।
সিলকৃত নমুনা ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হলে লাইসেন্স দেয়া হয়।
অনেকসময় দেখা জায় যে বিএসটিআই পরিদর্শকরাও বিভিন্ন সময় বাজার থেকে পণ্য সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করেন। লাইসেন্স প্রাপ্তির পর পণ্যের মোড়কে বিএসটিআই সিল দেয়ার সময় ব্যাচ নম্বর, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখে পণ্যের নাম, উৎপাদনকারী বা আমদানিকারকের নাম, ওজন ইত্যাদি তথ্য দিতে হয়।
বিএসটিআই লাইসেন্স সম্পর্কে আপনাদের আরো কোন প্রশ্ন থাকলে ফোন করুন–01826-477994 ।