ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকের যে প্রশ্ন শুনে রেগে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন আমিশা

সম্প্রতি ভাইয়াজি সুপারহিটের সেট থেকে রেগে গিয়ে হঠাৎই বেরিয়ে গেলেন আমিশা পটেল। আর সঙ্গে তার কো স্টার প্রীতি জিন্তা৷ শুধু তাই নয় সাংবাদিকদের সঙ্গে খুব খারাপ আচরনও করলেন তিনি। কিন্তু  হঠাৎ এমন ব্যবহারের কারন কি? এই নিয়েই উঠছে প্রশ্ন৷ সূত্রের খবর, ভাইয়াজি সুপারহিটের টিমের পক্ষ থেকে তাকে সংবাদ সম্মেলনের সঠিক সময় জানানো হয়নি৷


আর সেই কারনেই এমন চটে গেলেন অভিনেত্রী৷

সাংবাদিকরা তাদের সরঞ্জাম গোছগাছ করছিলেন, হঠাৎই সেটের ‘সাইলেন্ট’ বলে চেঁচিয়ে ওঠেন আমিশা৷ এরপর এক সাংবাদিক আমিশা কে তার নাম ধরেই সম্বোধন করলে আরো রেগে যান তিনি, এবং বলেন তাকে যেন ‘আমিশাজি’ বলে সম্বোধন করা হয়৷ এখানেই শেষ নয়, যখন এক সাংবাদিক তাকে জিজ্ঞাস করেন শেষ দু’বছর কেন তাকে কোনো ছবিতে দেখা যায়নি, আমিশা তখন বেশ কড়া ভাবেই উত্তর দেন যে, ‘যদি আপনার মাথায় বুদ্ধি থাকে, তাহলে আপনার জানা উচিৎ, আমি আমার পোডাকশন হাউসের কাজে ব্যস্ত ছিলাম’৷ আর এরপরই সেট ছেড়ে বেরিয়ে যান তারা৷ আমিশার এমন ব্যবহারে বলিউড পাড়ায় শোরগোল এখন তুঙ্গে৷

প্রসঙ্গত, চলতি বছর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ভাইয়াজি সুপারহিট৷

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকের যে প্রশ্ন শুনে রেগে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন আমিশা

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬

সম্প্রতি ভাইয়াজি সুপারহিটের সেট থেকে রেগে গিয়ে হঠাৎই বেরিয়ে গেলেন আমিশা পটেল। আর সঙ্গে তার কো স্টার প্রীতি জিন্তা৷ শুধু তাই নয় সাংবাদিকদের সঙ্গে খুব খারাপ আচরনও করলেন তিনি। কিন্তু  হঠাৎ এমন ব্যবহারের কারন কি? এই নিয়েই উঠছে প্রশ্ন৷ সূত্রের খবর, ভাইয়াজি সুপারহিটের টিমের পক্ষ থেকে তাকে সংবাদ সম্মেলনের সঠিক সময় জানানো হয়নি৷


আর সেই কারনেই এমন চটে গেলেন অভিনেত্রী৷

সাংবাদিকরা তাদের সরঞ্জাম গোছগাছ করছিলেন, হঠাৎই সেটের ‘সাইলেন্ট’ বলে চেঁচিয়ে ওঠেন আমিশা৷ এরপর এক সাংবাদিক আমিশা কে তার নাম ধরেই সম্বোধন করলে আরো রেগে যান তিনি, এবং বলেন তাকে যেন ‘আমিশাজি’ বলে সম্বোধন করা হয়৷ এখানেই শেষ নয়, যখন এক সাংবাদিক তাকে জিজ্ঞাস করেন শেষ দু’বছর কেন তাকে কোনো ছবিতে দেখা যায়নি, আমিশা তখন বেশ কড়া ভাবেই উত্তর দেন যে, ‘যদি আপনার মাথায় বুদ্ধি থাকে, তাহলে আপনার জানা উচিৎ, আমি আমার পোডাকশন হাউসের কাজে ব্যস্ত ছিলাম’৷ আর এরপরই সেট ছেড়ে বেরিয়ে যান তারা৷ আমিশার এমন ব্যবহারে বলিউড পাড়ায় শোরগোল এখন তুঙ্গে৷

প্রসঙ্গত, চলতি বছর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ভাইয়াজি সুপারহিট৷