বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল (১৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় বরাদ্দপ্রাপ্ত সাড়ে ১৩ লাখ টাকা উপজেলার ৮৯ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মবিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।