ঢাকা , সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উফশী ধানের নতুন জাত উদ্ভাবন করল ব্রি ধান

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা ব্রি ধান-৮৭ নামে একটি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন। এ ধানের হেক্টর প্রতি গড় ফলন সাড়ে ছয় টন। এটি আমন মওসুমের আগাম জাত। কৃষকের মাঠে ফলন পরীক্ষায় দেখা গেছে, নতুন এ জাতটি ২০০৮ সালে উদ্ভাবিত আমন জাত বি ধান ৪৯ এর চেয়ে সাতদিন আগাম এবং ফলন পূর্ববর্তী জাতের তুলনায় হেক্টর প্রতি একটন বেশি। এজন্য আমন মওসুমের আগাম জাত হিসেবে এটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

গত ৩০ মে (বুধবার) জাতীয় বীজ বোর্ডের সভায় ধানের এ নতুন জাত দেশ জুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতের পূর্ণ বয়স্ক একটি গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। কান্ড শক্ত বলে গাছ লম্বা হলেও ঢলে পড়েনা। এর পাতা হালকা সবুজ, ডিগ পাতা খাড়া এবং ব্রি ধান-৪৯ এর চেয়ে লম্বা ও প্রশস্ত ধান পাকার সময়কান্ড ও পাতা সবুজ থাকে। এর দানা লম্বা ও চিকন। এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪ দশমিক ১ গ্রাম। এ ধানে অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৭ ভাগ।

এ নিয়ে ব্রি উদ্ভাবিত উফশী ধান জাতের সংখ্যা হলো ৯২টি। এরমধ্যে ছয়টি হাইব্রিড ও বাকিগুলো ইনব্রিড।

Tag :
আপলোডকারীর তথ্য

উফশী ধানের নতুন জাত উদ্ভাবন করল ব্রি ধান

আপডেট টাইম : ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা ব্রি ধান-৮৭ নামে একটি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন। এ ধানের হেক্টর প্রতি গড় ফলন সাড়ে ছয় টন। এটি আমন মওসুমের আগাম জাত। কৃষকের মাঠে ফলন পরীক্ষায় দেখা গেছে, নতুন এ জাতটি ২০০৮ সালে উদ্ভাবিত আমন জাত বি ধান ৪৯ এর চেয়ে সাতদিন আগাম এবং ফলন পূর্ববর্তী জাতের তুলনায় হেক্টর প্রতি একটন বেশি। এজন্য আমন মওসুমের আগাম জাত হিসেবে এটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

গত ৩০ মে (বুধবার) জাতীয় বীজ বোর্ডের সভায় ধানের এ নতুন জাত দেশ জুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতের পূর্ণ বয়স্ক একটি গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। কান্ড শক্ত বলে গাছ লম্বা হলেও ঢলে পড়েনা। এর পাতা হালকা সবুজ, ডিগ পাতা খাড়া এবং ব্রি ধান-৪৯ এর চেয়ে লম্বা ও প্রশস্ত ধান পাকার সময়কান্ড ও পাতা সবুজ থাকে। এর দানা লম্বা ও চিকন। এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪ দশমিক ১ গ্রাম। এ ধানে অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৭ ভাগ।

এ নিয়ে ব্রি উদ্ভাবিত উফশী ধান জাতের সংখ্যা হলো ৯২টি। এরমধ্যে ছয়টি হাইব্রিড ও বাকিগুলো ইনব্রিড।