ঢাকা , মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেসির দেওয়া ভিডিওতে বাংলাদেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বকাপের ক’দিন আগে মেসির আর্জেন্টিনার জার্সি নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছেন এই জাপানী ভক্ত। বিশ্বজুড়ে মেসির এমন ভক্তের সংখ্যা কম নয়। নিজ দেশ, স্পেন-ইউরোপ ছাড়িয়ে তার ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এশিয়া-আফ্রিকাতেও।

মেসি নিজেই তো বাংলাদেশ ঘুরে গেছেন। এদেশের ভক্তদের পাগলামীর কথা তাই অজানা নয় আর্জেন্টিনা তারকার। এবার মেসি সারা বিশ্বে তার ভক্তদের ভালোবাসার সিক্ত হওয়ার একটি ভিডিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আর তাতে স্থান পেয়েছে বাংলাদেশের ভক্তদের মেসিকে নিয়ে করা মিছিল এবং লাল সবুজের পতাকা। এক মিনিট চার সেকেন্ডের ভিডিওর শুরুতেই সমর্থকদের বড় আর্জেন্টিনার পতাকা ধরে রাখার একটি ভিডিও রাখা হয়েছে। তার দু’পাশে পতপত করে উড়ছে বাংলাদেশের এবং আর্জেন্টিনার পতাকা। ভিডিও দেখে সহজেই অনুমেয় হাঁসি মুখের এই সমর্থকরা বাংলাদেশের।

এরপর ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে বাংলাদেশের কোনো এক শহরের রাস্তায় আর্জেন্টিনার পতাকা নিয়ে ভক্তদের মিছিল করেতে দেখা গেছে। এক দল কচি-কাঁচা মেসির বানানো বড় এক ছবির সামনে নাচা-গাওয়া করছে। দেখা গেছে বাংলাদেশী সমর্থকদের বাড়ির ছাদে পতাকা উড়ানোর বিষয়টিও।

মেসি তো জানেন সারা বিশ্বে তার ভক্তের ছড়াছড়ি। কিন্তু কোন দেশের ভক্তরা তাকে কতটা ভালোবাসেন, সেটি একটু চেখে দেখতে চেয়েছেন মেসি। তাই আর্জেন্টিনা অধিনায়কের অফিশিয়াল ওয়েবসাইট ‘মেসিকে কতটা ভালোবাসেন’ বিষয়ভিত্তিক ভিডিও আহ্বান করা হয়।

মেসির অফিশিয়াল অ্যাপের মাধ্যমে বিপুলসংখ্যক ভিডিও জমা পড়ে ওই ওয়েবসাইটে। যেগুলো চূড়ান্ত করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে বাংলাদেশে থেকে পাঠানো ভিডিও। ওই ভিডিওগুলোর মধ্যে সেরা ভিডিও বাছাইয়ের জন্য আবার একটি ভোটের আয়োজন করা হয়েছে। ভোট চলবে ১৮ থেকে ২৫ জুন। ভোটে যিনি বিজয়ী হবেন তিনি পাবেন মেসির স্বাক্ষরিত বিশ্বকাপ বল। মেসির ফেসবুকে দেওয়া ভিডিওটি এরইমধ্যে ১০ লাখ ২০ হাজার মানুষ দেখে ফেলেছে।

ভিডিওটির নিচে বাংলাদেশের একজন ভক্ত তানভির আহমেদ লিখেছেন, ‘ভিডিওতে বাংলাশের পতাকা দেখে অনেক ভালো লাগছে। আপনি জানেন না বাংলাদেশে আপনার কতো ভক্ত আছে।’ মশিউর রহমান আল মামুন তার এক বন্ধুর নাম উল্লেখ করে লিখেছেন, মেসিকে কি এমনিই ভালোবাসি? বাংলাদেশী সাপোর্টারসদের উৎযাপন দুইবার দেখাইছে তাও আবার প্রথমেই একবার। ভালোবাসা! আদনান আলমগীর লিখেছেন, ‘ভিডিওটি তে বাংলাদেশী সাপোর্টারদের চেনার জন্য জাতীয় পতাকা ব্যবহার করছে। অনেক অনেক ধন্যবাদ মেসিকে।’

Tag :
আপলোডকারীর তথ্য

মেসির দেওয়া ভিডিওতে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বকাপের ক’দিন আগে মেসির আর্জেন্টিনার জার্সি নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছেন এই জাপানী ভক্ত। বিশ্বজুড়ে মেসির এমন ভক্তের সংখ্যা কম নয়। নিজ দেশ, স্পেন-ইউরোপ ছাড়িয়ে তার ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এশিয়া-আফ্রিকাতেও।

মেসি নিজেই তো বাংলাদেশ ঘুরে গেছেন। এদেশের ভক্তদের পাগলামীর কথা তাই অজানা নয় আর্জেন্টিনা তারকার। এবার মেসি সারা বিশ্বে তার ভক্তদের ভালোবাসার সিক্ত হওয়ার একটি ভিডিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আর তাতে স্থান পেয়েছে বাংলাদেশের ভক্তদের মেসিকে নিয়ে করা মিছিল এবং লাল সবুজের পতাকা। এক মিনিট চার সেকেন্ডের ভিডিওর শুরুতেই সমর্থকদের বড় আর্জেন্টিনার পতাকা ধরে রাখার একটি ভিডিও রাখা হয়েছে। তার দু’পাশে পতপত করে উড়ছে বাংলাদেশের এবং আর্জেন্টিনার পতাকা। ভিডিও দেখে সহজেই অনুমেয় হাঁসি মুখের এই সমর্থকরা বাংলাদেশের।

এরপর ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে বাংলাদেশের কোনো এক শহরের রাস্তায় আর্জেন্টিনার পতাকা নিয়ে ভক্তদের মিছিল করেতে দেখা গেছে। এক দল কচি-কাঁচা মেসির বানানো বড় এক ছবির সামনে নাচা-গাওয়া করছে। দেখা গেছে বাংলাদেশী সমর্থকদের বাড়ির ছাদে পতাকা উড়ানোর বিষয়টিও।

মেসি তো জানেন সারা বিশ্বে তার ভক্তের ছড়াছড়ি। কিন্তু কোন দেশের ভক্তরা তাকে কতটা ভালোবাসেন, সেটি একটু চেখে দেখতে চেয়েছেন মেসি। তাই আর্জেন্টিনা অধিনায়কের অফিশিয়াল ওয়েবসাইট ‘মেসিকে কতটা ভালোবাসেন’ বিষয়ভিত্তিক ভিডিও আহ্বান করা হয়।

মেসির অফিশিয়াল অ্যাপের মাধ্যমে বিপুলসংখ্যক ভিডিও জমা পড়ে ওই ওয়েবসাইটে। যেগুলো চূড়ান্ত করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে বাংলাদেশে থেকে পাঠানো ভিডিও। ওই ভিডিওগুলোর মধ্যে সেরা ভিডিও বাছাইয়ের জন্য আবার একটি ভোটের আয়োজন করা হয়েছে। ভোট চলবে ১৮ থেকে ২৫ জুন। ভোটে যিনি বিজয়ী হবেন তিনি পাবেন মেসির স্বাক্ষরিত বিশ্বকাপ বল। মেসির ফেসবুকে দেওয়া ভিডিওটি এরইমধ্যে ১০ লাখ ২০ হাজার মানুষ দেখে ফেলেছে।

ভিডিওটির নিচে বাংলাদেশের একজন ভক্ত তানভির আহমেদ লিখেছেন, ‘ভিডিওতে বাংলাশের পতাকা দেখে অনেক ভালো লাগছে। আপনি জানেন না বাংলাদেশে আপনার কতো ভক্ত আছে।’ মশিউর রহমান আল মামুন তার এক বন্ধুর নাম উল্লেখ করে লিখেছেন, মেসিকে কি এমনিই ভালোবাসি? বাংলাদেশী সাপোর্টারসদের উৎযাপন দুইবার দেখাইছে তাও আবার প্রথমেই একবার। ভালোবাসা! আদনান আলমগীর লিখেছেন, ‘ভিডিওটি তে বাংলাদেশী সাপোর্টারদের চেনার জন্য জাতীয় পতাকা ব্যবহার করছে। অনেক অনেক ধন্যবাদ মেসিকে।’