ঢাকা , মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইটনায় ২৫শত ফলদ বিনামূল্য বৃক্ষ বিতরণ

বাঙালী কণ্ঠ নিউজঃ পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের উদ্যোগ ও কেয়ার বাংলাদেশের সহযোগীতায় “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জলবায়ু পরিবর্ত মোকাবেলা, মাটির ক্ষয়রোধ, পুষ্টির চাহিদা পুরনের লক্ষে উপজেলার মৃগা ইউনিয়নের ৯টি গ্রামের ৫ শত দরিদ্র ও অতিদরিদ্র পরিবার কে উদ্ভোদ্ধ করনের মাধ্যমে পরিবার প্রতি ৫ টি করে মোট ২৫ শত আম, জাম, কাঠাল, পেয়ারা, জলপাই গাছের চারা বিনামূল্য বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শওকত উসমান, মৃগা ইউপি সদস্য মোঃ ফাজিল মিয়া, মার্কেট ফ্যাসিলেটর আলী হোসেন, পপির মাঠ সহায়ক সুমন বিশ্বাস, খঞ্জনা বেগম, কৃষি সেচ্ছাসেবিকা রুবিনা আক্তার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ইটনায় ২৫শত ফলদ বিনামূল্য বৃক্ষ বিতরণ

আপডেট টাইম : ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের উদ্যোগ ও কেয়ার বাংলাদেশের সহযোগীতায় “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জলবায়ু পরিবর্ত মোকাবেলা, মাটির ক্ষয়রোধ, পুষ্টির চাহিদা পুরনের লক্ষে উপজেলার মৃগা ইউনিয়নের ৯টি গ্রামের ৫ শত দরিদ্র ও অতিদরিদ্র পরিবার কে উদ্ভোদ্ধ করনের মাধ্যমে পরিবার প্রতি ৫ টি করে মোট ২৫ শত আম, জাম, কাঠাল, পেয়ারা, জলপাই গাছের চারা বিনামূল্য বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শওকত উসমান, মৃগা ইউপি সদস্য মোঃ ফাজিল মিয়া, মার্কেট ফ্যাসিলেটর আলী হোসেন, পপির মাঠ সহায়ক সুমন বিশ্বাস, খঞ্জনা বেগম, কৃষি সেচ্ছাসেবিকা রুবিনা আক্তার প্রমুখ।