ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষের ও পর্যাপ্ত বেঞ্চের অভাবে গাছতলাতে পাঠদান

বাঙালী কণ্ঠ নিউজঃ শ্রেণিকক্ষের ও পর্যাপ্ত বেঞ্চের অভাবে ১৭ নম্বর এম এস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের গাছতলা ও স্কুলের বারান্দায় চট বিছিয়ে পাঠদান করানো হচ্ছে। উপজেলা প্রকৌশলীর এনামুল কবিরের গড়িমসি ও অদূরদর্শিতার কারণে শিক্ষার্থীদের এই ভোগান্তি হচ্ছে বলে মনে করেছেন ভুক্তভোগীরা।

একমাস আগে উপজেলা নিলাম কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের সেমি পাকা ভবনটি প্রকাশ্য নিলামের মাধ্যে বিক্রি করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবির প্রতিশ্রুতি দেন, স্কুল ভাঙার সাত দিনের মধ্যে অস্থায়ী ভিত্তিতে টিনশেডের শ্রেণিকক্ষ তৈরি করে দেওয়া হবে। অথচ এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়া না থাকায় শিশুদের গাছতলায় পাঠদান করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ জুন) সরেজমিন উপজেলার পাকশী ইউনিয়নের ২৭ নম্বর এম এস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনেই চিত্র দেখা যায়। ওই স্কুলের পুরোনো ভবনের বারান্দায় বসে কোমলমতি শিশুদের ক্লাস নিচ্ছেন সিনিয়র সহকারী শিক্ষিকা সালমা রশিদ। তিনি সাংবাদিকদের বলেন, এ স্কুলে শিশু শ্রেণির শিক্ষার্থী ৭০ জন। অথচ বারান্দাতে বসে ক্লাস করানোর কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের পাশ্বের একটি স্কুলে ভর্তি করিয়েছে। অনেক শিশু অনিহা প্রকাশ করছে স্কুলে আসতে।

শিশুদের জন্য আলাদা একটি শ্রেণিকক্ষের বিধান থাকলেও শ্রেণিকক্ষ সংকটের কারণে ক্লাসে আসতে অনেক শিশু আগ্রহ হারাচ্ছে বলেও জানান তিনি।

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে গাছতলায় পাঠদান করাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সারোয়ার।

তিনি সাংবাদিকদের বলেন, এ বছর এ প্রতিষ্ঠান থেকে ৭৫ শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়ে দুই পালায় ক্লাস চলছে। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত শিশু শ্রেণি, প্রথম, দ্বিতীয়, পঞ্চম শ্রেণি এবং বেলা সোয়া ১২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। একই সময় দু’টি শ্রেণিতে ক্লাস শুরু হলে বিদ্যালয়ের চারটি কক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষের ও পর্যাপ্ত বেঞ্চের অভাবে গাছতলাতে পাঠদান

আপডেট টাইম : ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ শ্রেণিকক্ষের ও পর্যাপ্ত বেঞ্চের অভাবে ১৭ নম্বর এম এস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের গাছতলা ও স্কুলের বারান্দায় চট বিছিয়ে পাঠদান করানো হচ্ছে। উপজেলা প্রকৌশলীর এনামুল কবিরের গড়িমসি ও অদূরদর্শিতার কারণে শিক্ষার্থীদের এই ভোগান্তি হচ্ছে বলে মনে করেছেন ভুক্তভোগীরা।

একমাস আগে উপজেলা নিলাম কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের সেমি পাকা ভবনটি প্রকাশ্য নিলামের মাধ্যে বিক্রি করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবির প্রতিশ্রুতি দেন, স্কুল ভাঙার সাত দিনের মধ্যে অস্থায়ী ভিত্তিতে টিনশেডের শ্রেণিকক্ষ তৈরি করে দেওয়া হবে। অথচ এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়া না থাকায় শিশুদের গাছতলায় পাঠদান করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ জুন) সরেজমিন উপজেলার পাকশী ইউনিয়নের ২৭ নম্বর এম এস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনেই চিত্র দেখা যায়। ওই স্কুলের পুরোনো ভবনের বারান্দায় বসে কোমলমতি শিশুদের ক্লাস নিচ্ছেন সিনিয়র সহকারী শিক্ষিকা সালমা রশিদ। তিনি সাংবাদিকদের বলেন, এ স্কুলে শিশু শ্রেণির শিক্ষার্থী ৭০ জন। অথচ বারান্দাতে বসে ক্লাস করানোর কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের পাশ্বের একটি স্কুলে ভর্তি করিয়েছে। অনেক শিশু অনিহা প্রকাশ করছে স্কুলে আসতে।

শিশুদের জন্য আলাদা একটি শ্রেণিকক্ষের বিধান থাকলেও শ্রেণিকক্ষ সংকটের কারণে ক্লাসে আসতে অনেক শিশু আগ্রহ হারাচ্ছে বলেও জানান তিনি।

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে গাছতলায় পাঠদান করাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সারোয়ার।

তিনি সাংবাদিকদের বলেন, এ বছর এ প্রতিষ্ঠান থেকে ৭৫ শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়ে দুই পালায় ক্লাস চলছে। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত শিশু শ্রেণি, প্রথম, দ্বিতীয়, পঞ্চম শ্রেণি এবং বেলা সোয়া ১২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। একই সময় দু’টি শ্রেণিতে ক্লাস শুরু হলে বিদ্যালয়ের চারটি কক্ষ।