বাঙালী কণ্ঠ নিউজঃ জিপিএ-৫ টাকায় বিক্রি হয় এমন প্রমাণ নেই বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে তিনি সিঙ্গাপুর-ভারতের উদাহরণ টেনে আরও বলেন, প্রযুক্তির এ যুগে প্রশ্নফাঁস সব জায়গাতেই হয়। শিক্ষামন্ত্রী বলেন, জিপিএ-৫ টাকায় বিক্রি হয়।
এ ধরনের একটা খবর একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হয়েছে। এটা প্রমাণিত হয়নি যে, জিপিএ-২ পেয়েছিল তাকে টাকার বিনিময়ে জিপিএ-৫ দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকারও করছি না। প্রতিবেদন এলে বলতে পারব। সরাসরি অভিযোগ করলে খুবই অবিচার হবে।
বিষয়টি তদন্তে বুয়েটের একটি এবং মন্ত্রণালয় থেকে আরেকটি কমিটি করা হয়েছে। সংসদ সদস্য পীর ফজলুর রহমান শিক্ষামন্ত্রীর ‘সহনশীল পর্যায়ের ঘুষ খাওয়া’বিষয়ক বক্তব্য তুলে ধরলে সংসদ সদস্যদের সহানুভূতি চান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আমার বক্তব্যটি গণমাধ্যমে বিকৃতকরে প্রচার করা হয়েছিল। আমি ব্যাখ্যা দিলেও সেটা প্রচার করা হয়নি। বিষয়টির জন্য আমি বারবার বিব্রত হই। আমাকে এভাবে বারবার বিব্রত করবেন না। আমি আপনাদের কাছে সহানুভূতি চাই।