ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীর সবচেয়ে দামি বাইক

অনেক মেলার কথাই হয়তো বা এর আগে শুনেছেন কিন্তু এবার নতুন করে শুনুন বাইকের মেলা! এই মেলায় এমন কিছু চোখ ধাঁধানো বাইক থাকবে যা আপনি হয়তো বা এর আগে কখনো দেখেননি। তবে এই মলাটি হবে আরব আমিরাতে। এখানে বাইক প্রেমিরা তাদের সংগ্রহের সেরা বাইক গুলো নিয়ে হাজির হবেন।

যাদের প্রতিটির ডিজাইন এবং কালার সত্যি নজর কাড়া।২০১৬ সালের এই বাইক ফেস্টিভলে ৫০০ বাইকার তাদের সংগ্রহের নজরকাড়া বাইক নিয়ে মেলায় অংশগ্রহণ করবেন। এই ফেস্টিভলে থাকবে এমন সব বাইক, যা সচরাচর চোখে পড়ে না।

আরব আমিরাতে এই মেলায় যে যে বাইক থাকবে তার বেশির ভাগটাই ডিজাইন করা বাইক। মানে এর গঠন, সৌন্দর্য্য, স্টাইল সবটাই স্বতন্ত্র। একটার সঙ্গে অন্যটার কোনো মিল খুঁজে পাওয়া যায় না।

দামের দিক থেকেও এরা মার্সিডিজকে হার মানায়। ৭ লাখ দিনার, যার বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি টাকা দাম হয়। এমন বাইকও থাকছে এই ফেস্টিভলে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর সবচেয়ে দামি বাইক

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬

অনেক মেলার কথাই হয়তো বা এর আগে শুনেছেন কিন্তু এবার নতুন করে শুনুন বাইকের মেলা! এই মেলায় এমন কিছু চোখ ধাঁধানো বাইক থাকবে যা আপনি হয়তো বা এর আগে কখনো দেখেননি। তবে এই মলাটি হবে আরব আমিরাতে। এখানে বাইক প্রেমিরা তাদের সংগ্রহের সেরা বাইক গুলো নিয়ে হাজির হবেন।

যাদের প্রতিটির ডিজাইন এবং কালার সত্যি নজর কাড়া।২০১৬ সালের এই বাইক ফেস্টিভলে ৫০০ বাইকার তাদের সংগ্রহের নজরকাড়া বাইক নিয়ে মেলায় অংশগ্রহণ করবেন। এই ফেস্টিভলে থাকবে এমন সব বাইক, যা সচরাচর চোখে পড়ে না।

আরব আমিরাতে এই মেলায় যে যে বাইক থাকবে তার বেশির ভাগটাই ডিজাইন করা বাইক। মানে এর গঠন, সৌন্দর্য্য, স্টাইল সবটাই স্বতন্ত্র। একটার সঙ্গে অন্যটার কোনো মিল খুঁজে পাওয়া যায় না।

দামের দিক থেকেও এরা মার্সিডিজকে হার মানায়। ৭ লাখ দিনার, যার বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি টাকা দাম হয়। এমন বাইকও থাকছে এই ফেস্টিভলে।