ঢাকা , সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেধাসত্ত্ব সংরক্ষণের আহ্বান আইসিটি মন্ত্রী মুস্তফা জব্বারের

বাঙালী কণ্ঠ নিউজঃ তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে আসার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করার পাশাপাশি মেধাসত্ত্ব সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন আইসিটি মন্ত্রী মুস্তফা জব্বার।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলালিংক ইনোভেটরস্ এর গ্র্যান্ড ফাইনালে এসব কথা বলেন তিনি। পরে তিনি মোবাইল কোম্পানিগুলোকে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির মাধ্যমে তরুণদের ক্ষমতায়ণ ও তাদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার জন্য বাংলালিংক বিভিন্নভাবে কাজ করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি মন্ত্রী মুস্তফা জব্বার বলেন, ‘সরকারের দ্বায়িত্ব হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠান করা। যেমন, বিটিআরসি। কিন্তু আমি তরুণ প্রজন্মকে আশ্বস্ত করছি, আমরা নিয়ন্ত্রণের জন্য নয়। আপনাদের পাশে থাকার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখব। যদি কখনো বাধা আসে তার বিপরীতে আপনাদের সহায়ক শক্তি হিসাবে বিটিআরসি কাজ করবে।’

মন্ত্রী আরো বলেন, ‘আমরা উদ্ভাবনের এবং শুরুর কথা বলি কিন্তু আমরা কেউ মেধাসত্ত্ব সংরক্ষণের দিকে নজর দিচ্ছি না।’ মেধাসত্ত্ব সংরক্ষণের দিকে নজর দেওয়ার জন্য সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানান তিনি।

সূত্র: সময় টিভি

Tag :
আপলোডকারীর তথ্য

মেধাসত্ত্ব সংরক্ষণের আহ্বান আইসিটি মন্ত্রী মুস্তফা জব্বারের

আপডেট টাইম : ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে আসার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করার পাশাপাশি মেধাসত্ত্ব সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন আইসিটি মন্ত্রী মুস্তফা জব্বার।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলালিংক ইনোভেটরস্ এর গ্র্যান্ড ফাইনালে এসব কথা বলেন তিনি। পরে তিনি মোবাইল কোম্পানিগুলোকে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির মাধ্যমে তরুণদের ক্ষমতায়ণ ও তাদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার জন্য বাংলালিংক বিভিন্নভাবে কাজ করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি মন্ত্রী মুস্তফা জব্বার বলেন, ‘সরকারের দ্বায়িত্ব হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠান করা। যেমন, বিটিআরসি। কিন্তু আমি তরুণ প্রজন্মকে আশ্বস্ত করছি, আমরা নিয়ন্ত্রণের জন্য নয়। আপনাদের পাশে থাকার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখব। যদি কখনো বাধা আসে তার বিপরীতে আপনাদের সহায়ক শক্তি হিসাবে বিটিআরসি কাজ করবে।’

মন্ত্রী আরো বলেন, ‘আমরা উদ্ভাবনের এবং শুরুর কথা বলি কিন্তু আমরা কেউ মেধাসত্ত্ব সংরক্ষণের দিকে নজর দিচ্ছি না।’ মেধাসত্ত্ব সংরক্ষণের দিকে নজর দেওয়ার জন্য সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানান তিনি।

সূত্র: সময় টিভি