বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও দক্ষ, জবাবদিহি ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস উপলক্ষে শনিবার (১৩ অক্টোবর) এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বিএসটিআই’র উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মান দিবস পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘৪র্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান’ বর্তমান বিশ্বে দ্রুত বিকাশমান শিল্প উন্নয়নের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী হয়েছে।’
রাষ্ট্রপতি বলেন, ‘শিল্প ও ব্যবসা বাণিজ্যের সব পর্যায়ে প্রথম এবং প্রধান শর্ত হলো আন্তর্জাতিক মান অনুসরণ। শিল্প বিপ্লবের এ যুগে গুণগত মান সম্পন্ন প্রযুক্তি ও পদ্ধতির কোনও বিকল্প নেই। বিশেষ করে শিল্পকারখানায় আজ মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। মানুষের শ্রমের জায়গায় কারিগরি ও তথ্যপ্রযুক্তি নির্ভর শ্রম জায়গা করে নিচ্ছে। ফলে প্রযুক্তির গুণগতমান নির্ধারণে আন্তর্জাতিক মানের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।’
আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে। জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআইয়ের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের আস্থা পূরণে বিএসটিআই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে,এটাই দেশবাসীর প্রত্যাশা।’
সূত্র: বাসস