বাঙালী কণ্ঠ নিউজঃ এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এসএসসি’র ফরম পূরণে যে সকল প্রতিষ্ঠানে নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত টাকা আদায় করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে একথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসির ফরম পূরণে কিছু কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকে যারা অতিরিক্ত টাকা নিয়েছেন, তাদের এ টাকা ফেরত দিতে হবে।