ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক:নাসিম

নিজের জীবনের ঝুঁকি ভাতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সন্ধ্যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এর আগে বিকেলে সচিবালয়ের লিফটে আটকা পড়েছিলেন তিনি।

সন্ধ্যায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদ মানসিক রোগীদের জন্য ঝুঁকি ভাতা প্রদানের আবেদন জানালে মন্ত্রী তার বক্তব্যে পাল্টা নিজের জীবনের ঝুঁকি ভাতার কথা শোনান।

নাসিম বলেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। জীবনের ঝুঁকি আজও আছে। আজ সচিবালয়ের লিফটে আটকা পড়ে এ ঝুঁকি বেড়ে গেছে। তাই আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক। এর আগে মন্ত্রী মূল আলোচনার ওপর বক্তব্য রাখেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান।

উল্লেখ্য, সোমবার সচিবালয়ের লিফটে ১২ মিনিট আটকে থাকেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ দিন বিকেল ৪টার দিকে দাফতরিক কাজ শেষে সচিবালয় থেকে বের হওয়ার সময় ৩ নং ভবনের লিফটে আটকা পড়েন তিনি। পরে খবর পেয়ে বিকেল ৪টা ১২ মিনিটের দিকে লিফট কেটে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চ্যাম্পিয়নস ট্রফিতে একসাথে সাকিব-তামিম

আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক:নাসিম

আপডেট টাইম : ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০১৬

নিজের জীবনের ঝুঁকি ভাতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সন্ধ্যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এর আগে বিকেলে সচিবালয়ের লিফটে আটকা পড়েছিলেন তিনি।

সন্ধ্যায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদ মানসিক রোগীদের জন্য ঝুঁকি ভাতা প্রদানের আবেদন জানালে মন্ত্রী তার বক্তব্যে পাল্টা নিজের জীবনের ঝুঁকি ভাতার কথা শোনান।

নাসিম বলেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। জীবনের ঝুঁকি আজও আছে। আজ সচিবালয়ের লিফটে আটকা পড়ে এ ঝুঁকি বেড়ে গেছে। তাই আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক। এর আগে মন্ত্রী মূল আলোচনার ওপর বক্তব্য রাখেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান।

উল্লেখ্য, সোমবার সচিবালয়ের লিফটে ১২ মিনিট আটকে থাকেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ দিন বিকেল ৪টার দিকে দাফতরিক কাজ শেষে সচিবালয় থেকে বের হওয়ার সময় ৩ নং ভবনের লিফটে আটকা পড়েন তিনি। পরে খবর পেয়ে বিকেল ৪টা ১২ মিনিটের দিকে লিফট কেটে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।