ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই-আগস্ট গণহত্যার সুষ্ঠু বিচারে প্রয়োজনীয় সবই করা হয়েছে : অ্যাটর্নি জেনারেল

জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ সুষ্ঠুভাবে করার জন্য যা যা করার দরকার সবই করা হয়েছে। এই বিচারে অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা প্রয়োজন হলে সেটিও করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

তিনি বলেন, গত জুলাই-আগস্টে আন্দোলনের সময় ছাত্র-জনতাকে যেভাবে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে, তাতে বোঝা যায় যে মানবতাবিরোধী অপরাধের উপাদান এখানে আছে। জুলাই-আগস্টে যেহেতু গণহত্যা হয়েছে, এ জন্য এখন হত্যার বিষয়ে এখানে বিচার করা হবে।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বিচার পরিচালনা করা হবে। এই বিচার নিয়ে কারো যেন কোনো বিতর্ক না থাকে, সেটি নিশ্চিত করা হবে।

বিগত সরকারের আমলে ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা বিতর্ক আছে। আপনাদের সরকারের সময়েও তর্ক থাকবে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সরকারের আমলে বিতর্ক ছিল। কিন্তু আমাদের সময় বিতর্ক থাকবে না বলে আশা করছি। ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি।

এ সময় চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবী ও ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জুলাই-আগস্ট গণহত্যার সুষ্ঠু বিচারে প্রয়োজনীয় সবই করা হয়েছে : অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ সুষ্ঠুভাবে করার জন্য যা যা করার দরকার সবই করা হয়েছে। এই বিচারে অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা প্রয়োজন হলে সেটিও করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

তিনি বলেন, গত জুলাই-আগস্টে আন্দোলনের সময় ছাত্র-জনতাকে যেভাবে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে, তাতে বোঝা যায় যে মানবতাবিরোধী অপরাধের উপাদান এখানে আছে। জুলাই-আগস্টে যেহেতু গণহত্যা হয়েছে, এ জন্য এখন হত্যার বিষয়ে এখানে বিচার করা হবে।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বিচার পরিচালনা করা হবে। এই বিচার নিয়ে কারো যেন কোনো বিতর্ক না থাকে, সেটি নিশ্চিত করা হবে।

বিগত সরকারের আমলে ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা বিতর্ক আছে। আপনাদের সরকারের সময়েও তর্ক থাকবে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সরকারের আমলে বিতর্ক ছিল। কিন্তু আমাদের সময় বিতর্ক থাকবে না বলে আশা করছি। ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি।

এ সময় চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবী ও ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।