ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে সোলার সিরামিকস্ কারখানার তিনশ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

আজ বুধবার সকাল সাড়ে দশটা থেকে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ করে।

কারখানার মডেল সেকসনের সাইদুর রহমানসহ অন্যান্য বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কর্তপক্ষ তাদের তিন মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দিয়েছে। আমরা বেতন ভাতা না পেয়ে চরম কষ্টে আছি। দোকান বাকি, বাসা ভাড়া কিছুই দিতে পারছিনা। অন্যত্র কাজও পাচ্ছিনা। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান মিলছে না।

এ প্রসঙ্গে কারখানা কতৃর্পক্ষের বক্তব্য জানতে গিয়ে কারখানায় কাউকে পাওয়া যায়নি।এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুরে সোলার সিরামিকস্ কারখানার তিনশ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

আজ বুধবার সকাল সাড়ে দশটা থেকে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ করে।

কারখানার মডেল সেকসনের সাইদুর রহমানসহ অন্যান্য বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কর্তপক্ষ তাদের তিন মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দিয়েছে। আমরা বেতন ভাতা না পেয়ে চরম কষ্টে আছি। দোকান বাকি, বাসা ভাড়া কিছুই দিতে পারছিনা। অন্যত্র কাজও পাচ্ছিনা। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান মিলছে না।

এ প্রসঙ্গে কারখানা কতৃর্পক্ষের বক্তব্য জানতে গিয়ে কারখানায় কাউকে পাওয়া যায়নি।এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।