মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা বন বিটের অবৈধ জবরদখলীয় ৩০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৮ জানুয়ারি) সারাদিন এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি টহল দল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাগনা ও পুটিছড়া বিট কর্মকর্তা সহ বন বিভাগের একটি বিশেষ দল। সহযোগিতায় ছিলেন স্থানীয় বেশ কয়েকজন বন জাগিদার (ভিলেজার)।
লাঠিটিলা বনটি ইন্দো-বার্মা জীব বৈচিত্র্যের হটস্পট। মিশ্র চির সবুজ এ বনে বন্যহাতি ও মহাবিপন্ন উল্লুকসহ রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আবাসস্থল।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের কামাল উদ্দিন (৫৫) ও কালা মিয়া অরফে কালা (৬০) নামে স্থানীয় দুই বাসিন্দা দীর্ঘদিন ধরে বনের হাওর জালাই নামক এলাকায় ৩০ একর জমি অবৈধভাবে দখল করে রাখে এবং সেখানে পান, লেবু ও মাছের ফিসারি (খামার) তৈরি করেন। বন বিভাগের লোকজন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের দখলে থাকা বনভূমির এ অংশ উদ্ধার করেন।
এ বিষয়ে জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লাঠিটিলা বনের ৩০ একর জমি প্রভাবশালীদের দখলে রয়েছে। তারা বনের জায়গা দখল করে পান লেবু ও মাছের খামার গড়ে তুলেন। তাদের দখলে থাকা এসব পান বাগান, লেবুবাগান ও ফিসারির বাঁধ কেটে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বনের অবৈধ দখলের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।