যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি মার্কিন তারকারাও। এই কাতারে রয়েছে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এই এলাকাটি হলিউড তারকাদের প্রিয় একটি জায়গা।
সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা। এ ছাড়া শহরের উত্তরেও দাবানল ছড়িয়েছে।আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, বিখ্যাত অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের বাড়িও পড়েছে আগুনের গ্রাসে। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা বাড়ির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা।
পুড়ে ছাই হয়ে গেছে ক্যারি এলওয়েসের বাড়িও।দাবানলের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা। যদিও এখনো স্পষ্ট নয় ঠিক কিভাবে ছড়াল এই ভয়াবহ আগুন। হৃদয়বিদারক সেই হাহাকারের কথা জানিয়ে প্যারিস হিলটন লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারো না হয়।
’ তিনি আরো জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই।
কোনওমতে প্রাণে বেঁচেছেন পরিবারের সদস্যরাখ্যাতনামা জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ রয়েছে। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। অভিনেত্রী ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন।
জেমি লির শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো কিছুই আগুনের ছোবল থেকে রক্ষা পায়নি।
দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাকরুদ্ধ তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে। এদিকে দাবানলকে কেন্দ্র করে ইতিমধ্যে হলিউডের কয়েকটি বড় বড় আয়োজন বাতিল করা হয়েছে।
বিবিসি বলছে, দাবানলে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। পাসাদেনা শহরের কাছে ইটন কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানলের কারণে এক লাখের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে সেখানে ১০ হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়েছে। এ ছাড়া লস অ্যাঞ্জেলেসে পূর্ব দিকে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে সবচেয়ে বড় দাবানলে ৫ হাজারের বেশি একর জমি পুড়ে গেছে। দাবানলের কারণে সেখানে ৩৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার এই এলাকা থেকেই প্রথম দাবানল ছড়িয়ে পড়ে।