ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে ১০ সিনেমায় নজর দর্শকের লি উ ড ২০২৫

২০২৫ সালে হলিউডে বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে আছে রিমেক আর সিক্যুয়াল। পাশাপাশি সাইকোলজিক্যাল থ্রিলার, কমেডি, অ্যাকশননির্ভর সিনেমাও থাকছে। চলতি বছর দর্শকের প্রতীক্ষিত ১০ সিনেমার খবর তুলে ধরা হলো এ আয়োজনে। লিখেছেন- জাহিদ ভূঁইয়া

উলফ ম্যান

১৯৪১ সালের ‘দ্য উলফ ম্যান’-এর রিবুট এটি। লেই হোয়ানেল পরিচালিত হরর সিনেমাটি মুক্তি পাবে ১৭ জানুয়ারি। এতে অভিনয় করেছেন ক্রিস্টোফার অ্যাবোট, জুলিয়া গার্নার, মাতিলদা ফার্থ প্রমুখ। বহুল চর্চিত সিনেমার চিত্রনাট্যকারের নির্মিত ‘উলফ ম্যান’ দেখতে মুখিয়ে আছেন সমালোচকরা।

ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটি নতুন অধ্যায়কে তুলে ধরবে ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সিনেমায় স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন। তিনি এবং অন্য সুপারহিরোরা মিলে লড়াই করবেন একটি নতুন বিশ্বের শত্রুদের বিরুদ্ধে। সেখানে তাদের আরও বড় সংকটের মোকাবিলা করতে হবে। সিনেমাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।

মিকি ১৭

অস্কারজয়ী ‘প্যারাসাইট’ নির্মাতা বং জুন-হো সায়েন্স ফিকশন থ্রিলার বানাচ্ছেন, এমন খবরেই নড়েচড়ে বসেন সিনেমাপ্রেমীরা। সিনেমার নায়ক আবার রবার্ট প্যাটিনসন! ফলে এটি নিয়ে দর্শকের আগ্রহ থাকা স্বাভাবিক। ৭ মার্চ এটি প্রেক্ষাগৃহে আসবে। সিনেমাটি ভবিষ্যতের গল্পে নির্মিত হচ্ছে, যখন একজন ব্যক্তি মারা যান, তখন তার সব স্মৃতিকে অক্ষত রেখে নতুন একটি শরীর তৈরি করা হয়। সেই শরীর দিয়ে মৃত ব্যক্তি কাজ চালিয়ে যেতে পারেন। তবে জটিলতা সৃষ্টি হয় যখন প্যাটিনসনের চরিত্র মিকির দুটি কপি একসঙ্গে উপস্থিত হয়ে যায়।

স্নো হোয়াইট

১৯৩৭ সালের অ্যানিমেটেড ক্ল্যাসিক ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’-এর লাইভ-অ্যাকশন মিউজিক্যাল রিমেক এটি। নির্মাণ করেছেন মার্ক ওয়েব। পর্দায় দেখা যাবে র?্যাচেল জেগলার ও গাল গ্যাদতকে। সিনেমাটি মুক্তি পাবে ১৭ মার্চ। গল্পে দেখা যাবে, স্নো হোয়াইট তার সৎমায়ের নির্মম শাসন থেকে পালিয়ে বনে চলে যান। সেখানে তিনি বিখ্যাত সেভেন ডোয়ার্ফসের বাঁশফুল, ডাক, ডোপি, গ্রাম্পি, হ্যাপি, স্লিপি এবং স্নিজির সঙ্গে সাক্ষাৎ করেন। তারাই মূলত আশ্রয় দেয় স্নো হোয়াইটকে এবং তাদের সাহায্যেই তিনি রাজ্য পুনরুদ্ধার করেন।

থান্ডারবোল্টস*

মার্ভেল কমিকসের সুপারহিরো ছবিটি নির্মাণ করেছেন জেক শায়ার। মনে করা হচ্ছে, এটি দিয়েই আবার কক্ষপথে ফিরবে সুপারহিরো সিনেমা। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ, সেবাস্তিয়ান স্ট্যান, ডেভিড হারবার, ওলগা কুরিলেঙ্কো, লুইস পুলম্যান, জেরাল্ডিন বিশ্বনাথন, ক্রিস বাউয়ার প্রমুখ। ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২ মে।

মিশন : ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং

এটিকে ২০২৫ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বললেও ভুল হবে না। ইথান হান্ট চরিত্রে যথারীতি হাজির হবেন টম ক্রুজ। অনেকেই মনে করছেন, এটি দিয়েই শেষ হবে ‘মিশন : ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি। মুক্তি পাবে ২১ মে। আলোচিত ফ্র্যাঞ্চাইজির অন্য পর্বগুলোর মতো ‘দ্য ফাইনাল রেকনিং’ও হবে অ্যাকশনসর্বস্ব, ট্রেলারেও সে আভাস পাওয়া গেছে। কখনও টম ক্রুজ স্কুবা ডাইভিং করছেন, ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনে গিয়ে খুঁজছেন কিছু, উড়ছেন, বাইপ্লেন থেকে পড়ে যাচ্ছেন। কিছু দৃশ্যে অভিনেতাকে দেখা যায় দৌড়াতে, তাকে তাড়া করেছে কয়েকটি চেজিং কার। ভিলেনের সঙ্গে একাধিক হাতাহাতির দৃশ্যও আছে।

ব্যালেরিনা

‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির ভক্তরা ‘ব্যালেরিনা’ নামটির সঙ্গে ভালোই পরিচিত। ‘জন উইক’-এর বাইরে তাকে নিয়ে এবার আলাদা স্পিন-অব সিনেমা হয়েছে। এ চরিত্রে অভিনয় করেছেন আনা ডে আরমাস। ছবিটি নির্মাণ করেছেন লেন ওয়াইজম্যান। ৬ জুন এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সুপারম্যান

হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সুপারম্যান’; যার দর্শক দুনিয়াজুড়ে। এখন পর্যন্ত সিরিজের ছয়টি কিস্তি মুক্তি পেয়েছে, এবার আসছে নতুন পর্ব। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ জুলাই। ‘সুপারম্যান’ মুক্তির আগেই অবশ্য তারকা বনে গেছেন ডেভিড করেনসুইট। কারণ আর কিছুই নয়, জেমস গানের সিনেমায় নামভূমিকায় দেখা যাবে ৩১ বছর বয়সী এ অভিনেতাকে।

মাইকেল

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক এটি। গ্রাহাম কিংয়ের প্রযোজনায় নির্মাণ করছেন অ্যান্টন ফুকুয়া। প্রধান চরিত্রে দেখা যাবে প্রয়াত তারকারই ভাগ্নে জাফার জ্যাকসনকে। ছবিটি মুক্তি পাবে ১৩ অক্টোবর। মাইকেল জ্যাকসনের ব্যক্তিজীবনের টানাপড়েন দেখানো হবে এতে। তবে বিতর্কিত ঘটনাগুলো কীভাবে উঠে আসবে গল্পেÑ সেটা জানতেই অধীর আগ্রহে আছেন ভক্তরা।

অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ

জেমস ক্যামেরনের এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতোই ‘অ্যাভাটার’-এর নতুন কিস্তিতে প্রযুক্তির ব্যবহার আর নির্মাণ দিয়ে চমকে দেন এ পরিচালক। ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় দেখা যাবে স্যাম ওয়ার্থিংটন, জোয়ি সালদানা, কেট উইন্সলেটসহ অনেক বড় তারকাকে। ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ১৯ ডিসেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যে ১০ সিনেমায় নজর দর্শকের লি উ ড ২০২৫

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে

২০২৫ সালে হলিউডে বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে আছে রিমেক আর সিক্যুয়াল। পাশাপাশি সাইকোলজিক্যাল থ্রিলার, কমেডি, অ্যাকশননির্ভর সিনেমাও থাকছে। চলতি বছর দর্শকের প্রতীক্ষিত ১০ সিনেমার খবর তুলে ধরা হলো এ আয়োজনে। লিখেছেন- জাহিদ ভূঁইয়া

উলফ ম্যান

১৯৪১ সালের ‘দ্য উলফ ম্যান’-এর রিবুট এটি। লেই হোয়ানেল পরিচালিত হরর সিনেমাটি মুক্তি পাবে ১৭ জানুয়ারি। এতে অভিনয় করেছেন ক্রিস্টোফার অ্যাবোট, জুলিয়া গার্নার, মাতিলদা ফার্থ প্রমুখ। বহুল চর্চিত সিনেমার চিত্রনাট্যকারের নির্মিত ‘উলফ ম্যান’ দেখতে মুখিয়ে আছেন সমালোচকরা।

ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটি নতুন অধ্যায়কে তুলে ধরবে ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সিনেমায় স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন। তিনি এবং অন্য সুপারহিরোরা মিলে লড়াই করবেন একটি নতুন বিশ্বের শত্রুদের বিরুদ্ধে। সেখানে তাদের আরও বড় সংকটের মোকাবিলা করতে হবে। সিনেমাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।

মিকি ১৭

অস্কারজয়ী ‘প্যারাসাইট’ নির্মাতা বং জুন-হো সায়েন্স ফিকশন থ্রিলার বানাচ্ছেন, এমন খবরেই নড়েচড়ে বসেন সিনেমাপ্রেমীরা। সিনেমার নায়ক আবার রবার্ট প্যাটিনসন! ফলে এটি নিয়ে দর্শকের আগ্রহ থাকা স্বাভাবিক। ৭ মার্চ এটি প্রেক্ষাগৃহে আসবে। সিনেমাটি ভবিষ্যতের গল্পে নির্মিত হচ্ছে, যখন একজন ব্যক্তি মারা যান, তখন তার সব স্মৃতিকে অক্ষত রেখে নতুন একটি শরীর তৈরি করা হয়। সেই শরীর দিয়ে মৃত ব্যক্তি কাজ চালিয়ে যেতে পারেন। তবে জটিলতা সৃষ্টি হয় যখন প্যাটিনসনের চরিত্র মিকির দুটি কপি একসঙ্গে উপস্থিত হয়ে যায়।

স্নো হোয়াইট

১৯৩৭ সালের অ্যানিমেটেড ক্ল্যাসিক ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’-এর লাইভ-অ্যাকশন মিউজিক্যাল রিমেক এটি। নির্মাণ করেছেন মার্ক ওয়েব। পর্দায় দেখা যাবে র?্যাচেল জেগলার ও গাল গ্যাদতকে। সিনেমাটি মুক্তি পাবে ১৭ মার্চ। গল্পে দেখা যাবে, স্নো হোয়াইট তার সৎমায়ের নির্মম শাসন থেকে পালিয়ে বনে চলে যান। সেখানে তিনি বিখ্যাত সেভেন ডোয়ার্ফসের বাঁশফুল, ডাক, ডোপি, গ্রাম্পি, হ্যাপি, স্লিপি এবং স্নিজির সঙ্গে সাক্ষাৎ করেন। তারাই মূলত আশ্রয় দেয় স্নো হোয়াইটকে এবং তাদের সাহায্যেই তিনি রাজ্য পুনরুদ্ধার করেন।

থান্ডারবোল্টস*

মার্ভেল কমিকসের সুপারহিরো ছবিটি নির্মাণ করেছেন জেক শায়ার। মনে করা হচ্ছে, এটি দিয়েই আবার কক্ষপথে ফিরবে সুপারহিরো সিনেমা। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ, সেবাস্তিয়ান স্ট্যান, ডেভিড হারবার, ওলগা কুরিলেঙ্কো, লুইস পুলম্যান, জেরাল্ডিন বিশ্বনাথন, ক্রিস বাউয়ার প্রমুখ। ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২ মে।

মিশন : ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং

এটিকে ২০২৫ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বললেও ভুল হবে না। ইথান হান্ট চরিত্রে যথারীতি হাজির হবেন টম ক্রুজ। অনেকেই মনে করছেন, এটি দিয়েই শেষ হবে ‘মিশন : ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি। মুক্তি পাবে ২১ মে। আলোচিত ফ্র্যাঞ্চাইজির অন্য পর্বগুলোর মতো ‘দ্য ফাইনাল রেকনিং’ও হবে অ্যাকশনসর্বস্ব, ট্রেলারেও সে আভাস পাওয়া গেছে। কখনও টম ক্রুজ স্কুবা ডাইভিং করছেন, ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনে গিয়ে খুঁজছেন কিছু, উড়ছেন, বাইপ্লেন থেকে পড়ে যাচ্ছেন। কিছু দৃশ্যে অভিনেতাকে দেখা যায় দৌড়াতে, তাকে তাড়া করেছে কয়েকটি চেজিং কার। ভিলেনের সঙ্গে একাধিক হাতাহাতির দৃশ্যও আছে।

ব্যালেরিনা

‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির ভক্তরা ‘ব্যালেরিনা’ নামটির সঙ্গে ভালোই পরিচিত। ‘জন উইক’-এর বাইরে তাকে নিয়ে এবার আলাদা স্পিন-অব সিনেমা হয়েছে। এ চরিত্রে অভিনয় করেছেন আনা ডে আরমাস। ছবিটি নির্মাণ করেছেন লেন ওয়াইজম্যান। ৬ জুন এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সুপারম্যান

হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সুপারম্যান’; যার দর্শক দুনিয়াজুড়ে। এখন পর্যন্ত সিরিজের ছয়টি কিস্তি মুক্তি পেয়েছে, এবার আসছে নতুন পর্ব। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ জুলাই। ‘সুপারম্যান’ মুক্তির আগেই অবশ্য তারকা বনে গেছেন ডেভিড করেনসুইট। কারণ আর কিছুই নয়, জেমস গানের সিনেমায় নামভূমিকায় দেখা যাবে ৩১ বছর বয়সী এ অভিনেতাকে।

মাইকেল

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক এটি। গ্রাহাম কিংয়ের প্রযোজনায় নির্মাণ করছেন অ্যান্টন ফুকুয়া। প্রধান চরিত্রে দেখা যাবে প্রয়াত তারকারই ভাগ্নে জাফার জ্যাকসনকে। ছবিটি মুক্তি পাবে ১৩ অক্টোবর। মাইকেল জ্যাকসনের ব্যক্তিজীবনের টানাপড়েন দেখানো হবে এতে। তবে বিতর্কিত ঘটনাগুলো কীভাবে উঠে আসবে গল্পেÑ সেটা জানতেই অধীর আগ্রহে আছেন ভক্তরা।

অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ

জেমস ক্যামেরনের এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতোই ‘অ্যাভাটার’-এর নতুন কিস্তিতে প্রযুক্তির ব্যবহার আর নির্মাণ দিয়ে চমকে দেন এ পরিচালক। ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় দেখা যাবে স্যাম ওয়ার্থিংটন, জোয়ি সালদানা, কেট উইন্সলেটসহ অনেক বড় তারকাকে। ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ১৯ ডিসেম্বর।