ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর গোসলের ভিডিও ইনস্টাগ্রামে দিয়ে আলোচনায় মার্কিন তারকা

কিম কার্দাাশিয়ানের সঙ্গে সাত বছরেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটিয়ে বছর দুয়েক আগে বিয়াঙ্কা সেন্সোরিকে বিয়ে করেন জনপ্রিয় মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট। দিন দুয়েক আগে ছিল বিয়াঙ্কার জন্মদিন। স্ত্রীর জন্মদিন উপলক্ষে ওয়েস্টের করা শুভেচ্ছাবার্তা নিয়ে এখন চলছে আলোচনা।
স্ত্রী বিয়াঙ্কার গোসলের সময়ের একটি নগ্ন ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওয়েস্ট। স্ত্রীর ৩০তম জন্মদিন উপলক্ষে দেওয়া এই পোস্টের ক্যাপশনে ৪৭ বছর বয়সী মার্কিন এই পপ তারকা লিখেছেন, ‘শুভ জন্মদিন বেবি।’ যদিও নাম পরিবর্তন করে এখন ওয়েস্ট ‘ইয়ে’ হিসেবেই পরিচিত।

জনসমক্ষে নগ্ন পোশাকের জন্য এই দম্পতি বেশ সুপরিচিত। এর আগেও এমন ছবি প্রকাশ করেছেন তারা। বলে রাখা ভালো, বিয়াঙ্কা পেশায় একজন স্থপতি ও মডেল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণ করলেও বর্তমানে লস অ্যাঞ্জেলসে থাকেন তিনি।

মার্কিন গণমাধ্যম ইউএস সানের প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্টে বিয়াঙ্কার জন্মদিন উদযাপন করা হয়েছে। সেই রিসোর্টের একদিনের খরচ ৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭ লাখের ওপরে।

সম্পর্ক আগে থেকে থাকলেও ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন কিম কার্দাশিয়ান ও ওয়েস্ট। চার সন্তানের বাবা-মা এই দুজন। ২০২২ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০২২ সালের ডিসেম্বরে গোপনে গাঁটছড়া বাঁধেন ওয়েস্ট ও বিয়াঙ্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

স্ত্রীর গোসলের ভিডিও ইনস্টাগ্রামে দিয়ে আলোচনায় মার্কিন তারকা

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে

কিম কার্দাাশিয়ানের সঙ্গে সাত বছরেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটিয়ে বছর দুয়েক আগে বিয়াঙ্কা সেন্সোরিকে বিয়ে করেন জনপ্রিয় মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট। দিন দুয়েক আগে ছিল বিয়াঙ্কার জন্মদিন। স্ত্রীর জন্মদিন উপলক্ষে ওয়েস্টের করা শুভেচ্ছাবার্তা নিয়ে এখন চলছে আলোচনা।
স্ত্রী বিয়াঙ্কার গোসলের সময়ের একটি নগ্ন ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওয়েস্ট। স্ত্রীর ৩০তম জন্মদিন উপলক্ষে দেওয়া এই পোস্টের ক্যাপশনে ৪৭ বছর বয়সী মার্কিন এই পপ তারকা লিখেছেন, ‘শুভ জন্মদিন বেবি।’ যদিও নাম পরিবর্তন করে এখন ওয়েস্ট ‘ইয়ে’ হিসেবেই পরিচিত।

জনসমক্ষে নগ্ন পোশাকের জন্য এই দম্পতি বেশ সুপরিচিত। এর আগেও এমন ছবি প্রকাশ করেছেন তারা। বলে রাখা ভালো, বিয়াঙ্কা পেশায় একজন স্থপতি ও মডেল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণ করলেও বর্তমানে লস অ্যাঞ্জেলসে থাকেন তিনি।

মার্কিন গণমাধ্যম ইউএস সানের প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্টে বিয়াঙ্কার জন্মদিন উদযাপন করা হয়েছে। সেই রিসোর্টের একদিনের খরচ ৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭ লাখের ওপরে।

সম্পর্ক আগে থেকে থাকলেও ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন কিম কার্দাশিয়ান ও ওয়েস্ট। চার সন্তানের বাবা-মা এই দুজন। ২০২২ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০২২ সালের ডিসেম্বরে গোপনে গাঁটছড়া বাঁধেন ওয়েস্ট ও বিয়াঙ্কা।