বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে গুজব উঠেছে। সম্প্রতি তার ও শাহরুখ খানের ওমরাহ পালনের কিছু ছবি ছড়িয়ে পড়লে এই গুঞ্জন ওঠে। তবে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিগুলো সঠিক নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে ওই ভুয়া ছবিগুলো, যার কারণে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
ছবিতে দেখা যায়, কালো একটি কুর্তি পরে আছেন গৌরি, মাথায় ধূসর হিজাব। সামনেই এহরামের সাদা পোশাকে শাহরুখ খান। পেছনে ছেলে আরিয়ান খানকেও দেখা যাচ্ছে।ভারতের প্রথমসারির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। এর কোনো সত্যতা নেই। শাহরুখ খান বা তার পরিবারের পক্ষ থেকেও কিছু জানানোহয়নি।
১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা শাহরুখ খান ও গৌরির। তখন শাহরুখের বয়স ২৫। প্রথম দেখাতেই গৌরির প্রেমে পড়েন তিনি। শাহরুখ মুসলিম আর গৌরি হিন্দু ধর্মের অনুসারী। দুজন দুই ধর্মের হওয়ায় অনেক সংগ্রাম করতে হয়েছে শাহরুখ-গৌরিকে। সব সংকট কাটিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ে করলেও শাহরুখ-গৌরি কেউই ধর্মান্তরিত হননি। এ কথা একাধিকবার জানিয়েছেন এই দম্পতি। বিবাহিত জীবনের ৩৩ বছর পার করেছেন তারা।