দেশের আরো ২১টি সিনিয়র মাদরাসায় অনার্স কোর্স চালু হয়েছে। শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২১টি সিনিয়র মাদরাসার অধ্যক্ষের কাছে অনার্স পাঠদানের অনুমতিপত্র হস্তান্তর করেন।
এর আগে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদরাসায় ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু ছিল।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্রালয়) মো. হেলাল উদ্দীন, মাদরাসা অধিদফতরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব প্রমুখ উপস্থিত ছিলেন।