ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুবরাজের দাম ৯.৫ কোটি

গায়ের রঙ কুচকুচে কালো। বয়স মাত্র আট বছর। ৫ ফুটের ওপরে উচ্চতা, দৈর্ঘ্যে অন্তত ১৪ ফুট। রোজ ৮ লিটার দুধ আর ১৫ কেজি ফলের ডায়েট, সঙ্গে ৫ কিলোমিটার করে একটা প্রাতভ্রমণের সেশনও থাকে যুবরাজের।


জয়পুরের কৃষি সম্মেলনে এবার সবার নজর কেড়েছেন ৮ বছরের এই কালো ষাঁড় ‘যুবরাজ’।

দাম উঠেছিল সাড়ে ৯ কোটি। মালিক কর্মবীর সিং পুত্রসম যুবরাজকে নিজের হাতছাড়া করেননি এত মোটা টাকার দর পেয়েও। “আমি যুবরাজের জন্য রোজ ৪ থেকে ৫ হাজার টাকা খরচ করি। ওকে সাড়ে নয় কোটি টাকায় কিনতে চেয়েছিল একজন, আমি এখনই যুবরাজকে বিক্রি করতে ইচ্ছুক নই”, জানিয়েছেন কর্মবীর সিং।-জিনিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুবরাজের দাম ৯.৫ কোটি

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬

গায়ের রঙ কুচকুচে কালো। বয়স মাত্র আট বছর। ৫ ফুটের ওপরে উচ্চতা, দৈর্ঘ্যে অন্তত ১৪ ফুট। রোজ ৮ লিটার দুধ আর ১৫ কেজি ফলের ডায়েট, সঙ্গে ৫ কিলোমিটার করে একটা প্রাতভ্রমণের সেশনও থাকে যুবরাজের।


জয়পুরের কৃষি সম্মেলনে এবার সবার নজর কেড়েছেন ৮ বছরের এই কালো ষাঁড় ‘যুবরাজ’।

দাম উঠেছিল সাড়ে ৯ কোটি। মালিক কর্মবীর সিং পুত্রসম যুবরাজকে নিজের হাতছাড়া করেননি এত মোটা টাকার দর পেয়েও। “আমি যুবরাজের জন্য রোজ ৪ থেকে ৫ হাজার টাকা খরচ করি। ওকে সাড়ে নয় কোটি টাকায় কিনতে চেয়েছিল একজন, আমি এখনই যুবরাজকে বিক্রি করতে ইচ্ছুক নই”, জানিয়েছেন কর্মবীর সিং।-জিনিউজ