বাঙালী কণ্ঠ নিউজঃ আপনি জানেন কি, পবিত্র কোরআনের কোন সূরা পাঠ করলে সূরাটি নিজেই মহান আল্লাহ তা’য়ালার কাছ থেকে আপনার জন্য সুপারিশ করে ক্ষমা আদায় করে নেবে? সত্যিই তাই পবিত্র কোরআনের এমন একটি সূরা রয়েছে যা একবার পাঠ করলে সূরাটি
নিজেই আল্লাহ তা’য়ালার কাছে আপনার জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশই করবে না বরং মহান আল্লাহ তায়ালার কাছ থেকে ক্ষমা আদায় করে ছাড়বে। সেই সূরার নাম হলো- ‘সূরা মূলক’
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘কুরআনের তিরিশ আয়াতবিশিষ্ট এমন একটি সূরা আছে, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষাবধি তাকে ক্ষমা করে দেয়া হবে, সেটা হচ্ছে ‘তাবা-রাকাল্লাযী বিয়্যাদিহিল মূলক’ (সূরা মূলক)। (আবূ দাউদ ১৪০০)