বাঙালী কণ্ঠ নিউজঃ ৩ শাবান সাইয়্যেদুশ শুহাদা হোসাইন ইবনে আলী (আ.) এর জন্মদিন। ৪ হিজরির এই দিনে তিনি মদীনায় জন্মলাভ করেন। তার মূল নাম আল-হোসাইন এবং ‘সাইয়্যেদুশ শুহাদা’ তার উপাধি। হজরত হোসাইন (আ.) এর একটি ডাক নামও ছিল আবু আবদুল্লাহ।
হজরত হোসাইন (আ.) এর পিতার নাম আমীরুল মুমিনীন ইমাম হজরত আলী (আ.) এবং মাতার নাম হজরত ফাতেমা (আ.)। হজরত ফাতেমা (আ.) ছিলেন মহানবী হজরত মুহাম্মাদ (সা.) এর কন্যা। সেই হিসাবে হজরত হোসাইন (আ.) ছিলেন মহানবী (সা.) এর দৌহিত্র।