কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে সোমবার চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ২টি কেন্দ্রের হল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। কেন্দ্রগুলো হলো- সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়।
পরিদর্শনকালে তিনি প্রতিটি হল পরিদর্শন করেন এবং কেন্দ্র সচিব, হল সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ শিক্ষকদেরকে দায়িত্ব পালনরত দেখতে পান। পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের নিকট হতে তিনি পরীক্ষার খোঁজ খবর নেন এবং সুন্দর পরিবেশে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক-শিক্ষিকা হচ্ছে মানুষ গড়ার কারিগর।
আজ যারা সমাপনী পরীক্ষা দিচ্ছে তারা আগামী দিনের ভবিষ্যৎ। দেশের এই ভবিষ্যত কান্ডারীদের সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।