ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাকাত দেওয়ার হিসাব কী

বাঙালী কণ্ঠ নিউজঃ জানতে চেয়েছেন তানিয়া ফেরদৌস, চরফ্যাশন, ভোলা থেকে সম্পদের ৪০ ভাগের একভাগ যাকাত আদায় করা ফরজ। অর্থাৎ শতকরা আড়াই টাকা। কাজেই কারও আশি হাজার টাকা জাকাতযোগ্য সম্পদ থাকলে সে দুই হাজার টাকা যাকাত দেবে।

জাকাতের অর্থবছর চান্দ্র মাস হিসেবে নির্ধারণ হবে। ধরা যাক কেউ রজব মাসের ৫ তারিখে নেসাবের মালিক হলো। তাহলে আগামী বছর রজবের ৪ তারিখে তার বছর পূর্ণ হবে। ওই দিন তার কাছে যে সম্পদ থাকবে তার জাকাত আদায় করবে।

জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো, বছরের শুরু ও শেষে নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। উপরে উল্লিখিত তারিখ অনুযায়ী রজবের ৫ তারিখে তো তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবেই। জাকাত ফরজ হওয়ার জন্য পরের বছর রজবের ৪ তারিখে তার কাছে কমপক্ষে নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। যদি না থাকে তবে তার উপরে জাকাত ফরজ হবে না। নতুনভাবে যেদিন নেসাবের মালিক হবে সেদিন থেকে নতুন করে বছর শুরু হবে।

জাকাত ফরজ হওয়ার জন্য বছরের শুরু ও শেষে নেসাব পরিমাণ মাল থাকা যথেষ্ট। মাঝখানে যদি মাল কমে যায় এমনকি নেসাব থেকে কমে গেলেও জাকাত ফরজ থাকবে। তবে যদি মাঝখানে পুরো সম্পদ নষ্ট হয়ে যায়, তার কাছে কোনো সম্পদ না থাকে তাহলে আগের হিসাব বাতিল হবে। আবার যখন নেসাবের মালিক হবে নতুন করে হিসাব ধরা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জাকাত দেওয়ার হিসাব কী

আপডেট টাইম : ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ জানতে চেয়েছেন তানিয়া ফেরদৌস, চরফ্যাশন, ভোলা থেকে সম্পদের ৪০ ভাগের একভাগ যাকাত আদায় করা ফরজ। অর্থাৎ শতকরা আড়াই টাকা। কাজেই কারও আশি হাজার টাকা জাকাতযোগ্য সম্পদ থাকলে সে দুই হাজার টাকা যাকাত দেবে।

জাকাতের অর্থবছর চান্দ্র মাস হিসেবে নির্ধারণ হবে। ধরা যাক কেউ রজব মাসের ৫ তারিখে নেসাবের মালিক হলো। তাহলে আগামী বছর রজবের ৪ তারিখে তার বছর পূর্ণ হবে। ওই দিন তার কাছে যে সম্পদ থাকবে তার জাকাত আদায় করবে।

জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো, বছরের শুরু ও শেষে নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। উপরে উল্লিখিত তারিখ অনুযায়ী রজবের ৫ তারিখে তো তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবেই। জাকাত ফরজ হওয়ার জন্য পরের বছর রজবের ৪ তারিখে তার কাছে কমপক্ষে নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। যদি না থাকে তবে তার উপরে জাকাত ফরজ হবে না। নতুনভাবে যেদিন নেসাবের মালিক হবে সেদিন থেকে নতুন করে বছর শুরু হবে।

জাকাত ফরজ হওয়ার জন্য বছরের শুরু ও শেষে নেসাব পরিমাণ মাল থাকা যথেষ্ট। মাঝখানে যদি মাল কমে যায় এমনকি নেসাব থেকে কমে গেলেও জাকাত ফরজ থাকবে। তবে যদি মাঝখানে পুরো সম্পদ নষ্ট হয়ে যায়, তার কাছে কোনো সম্পদ না থাকে তাহলে আগের হিসাব বাতিল হবে। আবার যখন নেসাবের মালিক হবে নতুন করে হিসাব ধরা হবে।