ঢাকা , শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর জন্য কী রান্না করলেন নুসরাত

বাঙালী কণ্ঠ নিউজঃ গত ১৯ জুন তুরস্কের বোদরুমে গাঁটছড়া বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভার সাংসদ নুসরাত জাহান৷ বিয়ের পর এখন চুটিয়ে সংসার করছেন নিখিল-নুসরাত৷

বিয়ের পর ২৩ জুন ভোর রাতে কলকাতায় পা রাখার পর নিখিলের পুরনো বাড়িতেই উঠেছেন নুসরাত৷ তাদের নিজস্ব ভিলা সেজে উঠছে কলকাতার বুকেই৷ সেখানকার ইন্টেরিয়রের কাজ শেষ হলেই উঠবেন সেখানে৷

তবে এখন শ্বশুরবাড়িতে প্রথম প্রথম সংসারের স্বাদ বেশ উপভোগ করছেন নিখিল-নুসরাত৷ নুসরাত এমনিতেই রান্না করতে বেশ ভালোবাসেন৷ ভালোবাসেন সকলকে দাওয়াত করে করে খাওয়াতেও৷

জানা গেছে, ২৩ তারিখ ভোর রাতে কলকাতায় পৌঁছে, রীতি রেওয়াজ মেনে শ্বশুরবাড়িতে পা দেয়ার পর সেদিনই সকালে আবার সকলের জন্য নিজের হাতে রান্না করেছিলেন নায়িকা-সাংসদ৷ নিখিলের পছন্দের ডাল মাখানি রান্না করেন করেন এই অভিনেত্রী৷ বাটার দিয়ে লিখে দিলেন এনজে৷ কারণ নিখিল-নুসরাত দু’জনের নামের শর্ট ফর্মই এনজে।

এদিকে, কলকাতার এবারের রথযাত্রার বিশেষ অতিথি করা হয়েছে নুসরাতকে। অতিথি হওয়ার প্রস্তাব গ্রহণও করেছেন তিনি। এই রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

স্বামীর জন্য কী রান্না করলেন নুসরাত

আপডেট টাইম : ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ গত ১৯ জুন তুরস্কের বোদরুমে গাঁটছড়া বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভার সাংসদ নুসরাত জাহান৷ বিয়ের পর এখন চুটিয়ে সংসার করছেন নিখিল-নুসরাত৷

বিয়ের পর ২৩ জুন ভোর রাতে কলকাতায় পা রাখার পর নিখিলের পুরনো বাড়িতেই উঠেছেন নুসরাত৷ তাদের নিজস্ব ভিলা সেজে উঠছে কলকাতার বুকেই৷ সেখানকার ইন্টেরিয়রের কাজ শেষ হলেই উঠবেন সেখানে৷

তবে এখন শ্বশুরবাড়িতে প্রথম প্রথম সংসারের স্বাদ বেশ উপভোগ করছেন নিখিল-নুসরাত৷ নুসরাত এমনিতেই রান্না করতে বেশ ভালোবাসেন৷ ভালোবাসেন সকলকে দাওয়াত করে করে খাওয়াতেও৷

জানা গেছে, ২৩ তারিখ ভোর রাতে কলকাতায় পৌঁছে, রীতি রেওয়াজ মেনে শ্বশুরবাড়িতে পা দেয়ার পর সেদিনই সকালে আবার সকলের জন্য নিজের হাতে রান্না করেছিলেন নায়িকা-সাংসদ৷ নিখিলের পছন্দের ডাল মাখানি রান্না করেন করেন এই অভিনেত্রী৷ বাটার দিয়ে লিখে দিলেন এনজে৷ কারণ নিখিল-নুসরাত দু’জনের নামের শর্ট ফর্মই এনজে।

এদিকে, কলকাতার এবারের রথযাত্রার বিশেষ অতিথি করা হয়েছে নুসরাতকে। অতিথি হওয়ার প্রস্তাব গ্রহণও করেছেন তিনি। এই রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।