কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরামহীন প্রচারণায় এখন মুখরিত কুসিক নগরী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ প্রচারণা। বিশেষ করে প্রধান দু’দলের মেয়র প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে নগরীতে। রোববার দিনভর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ চালান। এছাড়াও উভয় দলের প্রার্থীদের গণসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
জানা যায়, রোববার দিনভর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে দলের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল নগরীর কালিয়াজুড়ি এলাকায় গণসংযোগ করেন। এছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কেন্দ্রীয় নেতা অপু উকিল, অসীম কুমার উকিল, লিয়াকত শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, নগরীর কালিয়াজুরী, শুভপুর, চাঁন্দপুর, হারুন স্কুল, জামতলা, গর্জনখোলা
চকবাজার ও তেরিপট্টি এলাকায় সীমার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ করেন।
অপরদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে দলটির একাধিক কেন্দ্রীয় টিম। প্রতিদিনই কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একের পর এক টিম চষে বেড়াচ্ছেন কুমিল্লা নগরী। গতকালও বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সঞ্জীব চৌধুরী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, আবদুল আউয়াল খান, গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুণ্ডু, জন গোমেজ, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, শ্যামল, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শহিদুল ইসলাম বাবুল, মোস্তাক মিয়া, বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, একরামুল হক বিপ্লব, মোরতাজুল ইসলাম করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার নগরীর চকবাজার, বজ্রপুর, বালুধুম, শুভপুর, ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, দৈয়ারা, দুর্গাপুর, লক্ষ্মীপুর, কচুয়া, কাঁসারিপট্টি, কাটাবিল, মনোহরপুর, সদর হাসপাতাল রোড, মহিলা কলেজ, রাণীর দীঘি, শুভপুর, জামতলা, গর্জনখোলা, উত্তর চর্থা, নানুয়া দীঘি, চর্থা চৌমুহনী শ্রীমন্তপুর, শ্রীবল্লবপুর, উত্তর রামপুর, হীরাপুর, রাজাপাড়া, নোয়াপাড়া, ডুলিপাড়া, নেউড়া, মোস্তফাপুর ও জয়পুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শন, হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও কর্মী-সমর্থকদের সঙ্গে উঠোন বৈঠক করেন। এ সময় কুমিল্লা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের একটি টিম প্রচারণায় অংশ নেন। অন্যদিকে কুসিক নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীর স্ত্রী আফরোজা জেসমিন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা ৮ নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় বাসাবাড়িতে ব্যাপক গণসংযোগ করেন।
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিত হবে : হাসনাত আব্দুল্লাহ
কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার
বিশ্বজুড়ে ২০২৫-এর আগমনকে উৎসব-উদযাপনে বরণ
পরিবার পাত্র খুঁজছে, মনের মতো পেলে বিয়ে করব: বাঁধন
সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনছে সরকার
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক
নারীর তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে পুরুষ ভোটার
শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প নিয়ে আসছেন মোশাররফ–পার্নো
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের অপকর্ম নিচে পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল
মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
বিরামহীন প্রচারণায় মুখর কুমিল্লা
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
- 385
Tag :
জনপ্রিয় সংবাদ