বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা বদ্ধপরিকর।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টাউন হলে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৭ টি কেন্দ্রে ও কেন্দ্রের আশেপাশে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৭ প্লাটুন সদস্য বিজিবি সদস্য টহলরত রয়েছে।
এ সময় সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে আহসানুজ্জামান জানান, এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে বিজিবি বদ্ধ পরিকর।
বিজিবির প্রেস ব্রিফ্রিংয়ের সময় উপস্থিত ছিলেন- ১০ বিজিবির কমান্ডার ল্যা:কর্নেল সারোয়ার খন্দকার, সেক্টরের উপ-অধিনায়ক (অপারেশন) মেজর নাহিদসহ অন্যান্য কর্মকর্তারা।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ র্যাব ও গোয়েন্দা পুলিশের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে ও নগরীর গুরত্বপূর্ণ পয়েন্টে বিজির সদস্যরা মঙ্গলবার থেকে টহল শুরু করেছে। তাদের এ টহল নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টা বজায় থাকবে।