ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গিরা ইসলামের মান-সম্মান নষ্ট করছে: প্রধানমন্ত্রী

জঙ্গিরা দেশে-বিদেশে ইসলামের মান-সম্মান নষ্ট করছে। এজন্য প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের ছেলে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এসব খোঁজ-খবর রাখা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জঙ্গিরা শুধু


নিজেদের পরিবারই নয়, গোটা দেশের মান-মর্যাদা ধূলিসাৎ করে দিচ্ছে।

এসময় নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিলেই জনগণ কিছু পায়। নৌকায় ভোট দিয়েই জনগণ দেশের স্বাধীনতা পেয়েছিল।

এর আগে ফরিদপুরে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।  প্রকল্পগুলোর ফলক উন্মোচন করে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জঙ্গিরা ইসলামের মান-সম্মান নষ্ট করছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭

জঙ্গিরা দেশে-বিদেশে ইসলামের মান-সম্মান নষ্ট করছে। এজন্য প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের ছেলে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এসব খোঁজ-খবর রাখা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জঙ্গিরা শুধু


নিজেদের পরিবারই নয়, গোটা দেশের মান-মর্যাদা ধূলিসাৎ করে দিচ্ছে।

এসময় নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিলেই জনগণ কিছু পায়। নৌকায় ভোট দিয়েই জনগণ দেশের স্বাধীনতা পেয়েছিল।

এর আগে ফরিদপুরে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।  প্রকল্পগুলোর ফলক উন্মোচন করে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।