বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক -২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনোনীত শিক্ষার্থীরা হলেন- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ধীমান বসু, বাংলা বিভাগের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইউজিসি কর্তৃক প্রণীত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদানে এ সংক্রান্ত নীতিমালার আলোকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই পূর্বক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতি শিক্ষার্থী এ চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।