গ্র্যামি পুরস্কারে ইতিহাস গড়লেন বিয়ন্সে ও টেলর

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিশ্ব সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় আজ ভোরে বসেছিল অনুষ্ঠানের ৬৩তম আসর। এবারের গ্র্যামি পুরস্কারে ইতিহাস গড়েছেন সংগীতশিল্পী বিয়ন্সে ও টেলর সুইফট।  ‘ব্লাক প্যারাডে’ গানের জন্য ‘সেরা আর এন্ড বি পারফর্মেন্স’ বিভাগে জয়ী হন মার্কিন পপ তারকা বিয়ন্সে। এর মধ্য দিয়ে নারী গায়িকাদের তালিকায় সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়ার রেকর্ড গড়লেন তিনি। তার ঝুলিতে এখন রয়েছে ২৮টি পুরস্কার।  এদিকে তৃতীয়বারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে পুরস্কার পান টেইলর সুইফট। নারী সংগীতশিল্পী হিসেবে এর আগে কেউ এতবার এই পুরস্কার পাননি। তার অ্যালবামের নাম ‘ফোকলোর।।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর